সিরাজগঞ্জের যমুনা নদীর চরাঞ্চলে আমন ধান, সরিষা ও ভুট্টার বাম্পার ফলনের পর এবার গমের ব্যাপক ফলনে কৃষকের চোখে-মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক। চরাঞ্চলের কৃষক-কৃষাণীরা এখন গম কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবছর আশাতীত ফলন হওয়ায় খুশি চরাঞ্চলের কৃষকরা।
এদিকে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চলে যমুনা নদীর চরেও গমের বাম্পার ফলন হয়েছে। নদী ভাঙা তিন সহস্রাধিক মানুষের মুখে হাসি ফুটেছে গম চাষ করে। চলতি মৌসুমে যমুনা নদীর চরে ব্যাপক পরিসরে হয়েছে গমের চাষ।
গম চাষ করে কৃষকদের সংসারে এসেছে স্বচ্ছলতা। বর্ষা মৌসুমে রাক্ষুসী নদী বসতভিটা কেড়ে নিলেও এখানকার উৎপাদিত ফসল তাদের মনে শক্তি ও সাহস জুগিয়েছে। চরের যেদিকে চোখ যায়, সেদিকে শুধু ফসল আর ফসল। বিভিন্ন ধরনের ফসল চরের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে।
Hello! This is my first visit to your blog! We are a team of volunteers and starting a new project in a community in the same niche.
Your blog provided us valuable information to work on. You have done
a wonderful job!
thanks