অস্ট্রেলিয়া দলের স্পিনার অ্যাশটন অ্যাগারকে ইনস্টাগ্রামে হত্যার হুমকি দিয়ে তার স্ত্রীকে ইনস্টাগ্রামে ভারত থেকে একটি বার্তা পাঠানো হয়েছে। প্রথম আলো
দ্য এজ জানিয়েছে, অ্যাগারের জীবনসঙ্গীকে পাঠানো বার্তার একটা অংশ এমন, ‘এটি তোমার স্বামীর প্রতি একটা সতর্কতা। সে যদি পাকিস্তান সফরে আসে, তাহলে জীবন্ত ফিরে যাবে না।’ এমন বার্তার ব্যাপারে নিশ্চিত করেছেন পাকিস্তানে অস্ট্রেলিয়া দলের সঙ্গে থাকা এক মুখপাত্রও। তবে এটিকে উদ্বেগজনক কোনো হুমকি মনে করা হচ্ছে না।তবে পাকিস্তানে যাবার পর সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া দলের একাধিক ক্রিকেটার । কোচিং স্টাফ ছাড়াও ক্রিটারদের সঙ্গে সফরসঙ্গী হয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি।
Leave a Reply