ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই সেই চিরচেনা লম্বা লাইন আর ভোগান্তির দৃশ্য চোখে পড়েছে কমলাপুর রেল স্টেশনে। শুক্রবার (১ জুলাই) সকাল দশটায় লাইনে দাঁড়ানো টিকিট প্রত্যাশীরা দেশ টিভিকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে অপেক্ষা করেও অনেকে টিকিট পাননি।
এদিন সকাল ৮টা থেকে একই সঙ্গে কাউন্টার ও অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। প্রথম দিন দেয়া হচ্ছে ৫ জুলাইয়ের টিকিট।
টিকিটের জন্য লাইনে দাঁড়ানো এক ব্যক্তি বলেন, ‘রাত আটটায় এসেছি আমি। গতকাল রাত আটটায়। লাইনে দাঁড়ানোর জন্য। এখন সকাল দশটা বাজে। পেলাম না।’
আরেক জন বলেন, ‘আমিও এসেছি রাত আটায়। এখানে আবার সিরিয়াল দিতে হয়। তো সিরিয়াল নম্বর পাইছি ১১৩। এরপর লাইনে দাঁড়ানোর জন্য উঠছি রাত তিনটায়। তখন কিছু লোক ছিল না। এবার সিরিয়াল পাইছি ৭৯। টিকিট সকাল আটটা থেকে দেয়া শুরু করছে। আমি এখনো পাইনি।’
বয়স্ক ওই ব্যক্তির অভিযোগ, ‘এর মধ্যে সিন্ডিকেট গ্রুপ আছে। একসঙ্গে পাঁচজন দাঁড়াইছে। কিছুক্ষণ পরপর একটা একটা করে লোক ঢুকাচ্ছে।’
‘এখান থেকে কেউ সরতেছে না। টিকিট পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ধরে পিছনে দাঁড়াই রইছি।’
এবারই প্রথম ঈদ উপলক্ষে পোশাক শ্রমিকদের জন্য গাজীপুরের জয়দেবপুর থেকে বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঈদ স্পেশাল নামে এই ট্রেন পঞ্চগড় পর্যন্ত চলাচল করবে।
বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার সন্ধ্যায় হিজরি ১৪৪৩ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ১০ জুলাই রোববার দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
Leave a Reply