আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রুশ হামলায় জাপোরিজ্জিয়ার পারমাণবিক চুল্লি বন্ধ: ইউক্রেন

দক্ষিণ ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে আবারও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অপরাশেনাল চুল্লির একটি বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার রুশ বাহিনী গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন অপারেটর এনারগোটমের। খবর আল জাজিরার।

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শক দল যখন ইউক্রেন সফর করছেন তখন ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির কাছে হামলা হলো।টেলিগ্রামে বার্তায় এনারগোটম জানিয়েছে, জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সাইটে রুশ বাহিনী মর্টার হামলা চালিয়েছে। জরুরিভিত্তিতে পঞ্চম পাওয়ার ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে ৬ নম্বর পাওয়ার ইউনিটটির কার্যক্রম চালু আছে।বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির নেতৃত্বে কেন্দ্রটি পরিদর্শনের কথা রয়েছে। ছয় থেকে আটজন পরিদর্শক সেখানে অবস্থান করবেন। কেন্দ্রটির আশপাশে হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category