আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

খেরসনে রাতারাতি বিজয় আসবে না, জেলেনস্কির উপদেষ্টা

রাশিয়ার দখলকৃত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন দ্রুত বিজয় আসবে না। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেন, খেরসন পুনরুদ্ধারের জন্য ইউক্রেনের পাল্টা আক্রমণ স্থবির বা ব্যর্থও হয়নি।

ইউক্রেনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ খেরসন। অঞ্চলটির নিয়ন্ত্রণ ফিরে পেতে রুশ বাহিনীর ওপর পাল্ট আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় বাহিনী। দেশটির সামরিক বাহিনীর দাবি, রাশিয়ার দখলকৃত দক্ষিণাঞ্চলীয় খেরসন মুক্ত করতে রুশ প্রতিরক্ষা লাইন গুড়িয়ে দিতে অভিযান শুরু করেছে তারা।ইতোমধ্যে শত্রুর অনেক রসদ, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, জ্বালানি ও গোলাবারুদ ডিপো ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। তবে এখনও এর নিয়ন্ত্রণ ফিরে না আসা প্রসঙ্গে ওলেক্সি আরেস্টোভিচ বলেন, ‘আমরা খেরসনকে এখনও পুনরুদ্ধার করতে পারেনি, তার মানে এই নয় যে দক্ষিণে অভিযান স্থগিত বা ব্যর্থ হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। দ্রুত কোনও বিজয় আসবে না। প্রাথমিকভাবে পুতিনের সেনাবাহিনীকে পিষে ফেলতে কৌশল নেওয়া হয়েছে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, অনেক কাজ’।

তিনি আরও বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী দিনিপার নদীর ডান দিকে রুশ সেনাদের বিচ্ছিন্ন করতে দক্ষিণ খেরসন অঞ্চলে গুরুত্বপূর্ণ সেতুগুলোয় আঘাত হেনেছে আমাদের যোদ্ধারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category