কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমার্ধের ৩৩ ও ৪৫ মিনিটে গোল করেন যথাক্রমে গাভি ও লেভানডোভস্কি। এরপর দ্বিতীয় হাফের ৬৯ মিনিটে পেদ্রি গোল করে রিয়ালের বিপক্ষে সহজ জয় নিশ্চিত করে বার্সা। তবে ম্যাচের একেবারে শেষ মিনিটে বেনজেমা এক গোল শোধ দিলেও তাতে কিছু আসে-যায়নি বার্সার। এমন দুর্দান্ত পারফর্মেন্সে খুশি বার্সেলোনার সমর্থকরা। পাশাপাশি এমন জয়ে উচ্ছ্বসিত বার্সা কোচ জাভিও। বার্সেলোনার কোচ হওয়ার পর প্রথম শিরোপা জিতে জানালেন, এটাই প্রথম শিরোপা কিন্তু শেষ নয়।
জাভি বলেন, ‘আমি এখানে অনেক বছর ছিলাম। খেলোয়াড়রা যখন পারফর্ম করতে পারে না, তখন তারা অনেক কষ্টে ভোগেন। আজ নতুন দিগন্তের সূচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই দলটা অহেতুক সমালোচনা সহ্য করেছে। আজ অনেক খেলোয়াড় নিজেদের সমালোচনা থেকে মুক্ত করেছে। তারা আরও শান্তভাবে খেলতে পারবে।’
ম্যাচ শেষে গাভিকে নিয়ে আলাদাভাবে কথা বলেছেন জাভি। তিনি বলেন, ‘ওর (গাভি) খেলা দেখে আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি। ও বিশুদ্ধ আবেগ ও আত্মা দিয়ে খেলে। মাত্র ১৮ বছর বয়সেই দলকে জাগিয়ে তুলতে পারে। ওর কোনো সীমা নেই।’
২০২১ এর ৬ নভেম্বর বার্সেলোনার কোচ হয়েছিলেন জাভি। দীর্ঘসময় জয়ের মুখ না দেখা বার্সাকে নিয়ে ধীরে ধীরে জয়ের ধারায় ফিরিয়েছেন। মাঝে অনেক সমালোচনারও শিকার হতে হয়েছে এই দলকে। তবে স্প্যানিশ সুপার কাপ জিতে অবশেষে সমালোচনার জবাব দিলেন জাভি। যে আনচেলত্তি ২০১০ সালের পর কোনো প্রতিযোগিতার ফাইনাল হারেননি, সেই আনচেলত্তির রেকর্ডই এবার ভেঙে দিলেন জাভি।
Leave a Reply