আজ ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গোল পেলেন মেসি, উড়ল পিএসজি

সময়টা ভাল যাচ্ছে না তার। বিশেষ করে প্যারিস সেন্ট জাঁর্মেইয়ের (পিএসজি) হয়ে। যিনি গোল করাটাকে অভ্যাস বানিয়ে ফেলেছিলেন। কিন্তু প্যারিসে ঠিকঠাক কিছুই হচ্ছিল না। গোল পেতে তো ভুলেই যাচ্ছিলেন এই কিংবদন্তি। অবশেষে জাল খুঁজে পেলেন লিওনেল মেসি।

ফরাসি কাপ থেকে বিদায়ের দুঃখ ভুলে লিগ ওয়ানে উড়ল পিএসজি। গোল করালেন ও করলেন মেসি। রোববার রাতে লিলের মাঠে ৫-১ গোলে জিতেছে পিএসজি। জোড়া গোল করেন দানিলো পেরেইরা। মেসি, এমবাপে ও প্রেসনেল কিম্পেম্বে করেন একটি করে গোল।

এই জয়ে ১৩ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রাখল পিএসজি। মাওরিসিও পচেত্তিনোর দল লিগ ওয়ানে টানা ১৪ ম্যাচে অপরাজিত।

খেলার শুরু থেকে শেষ একই ছন্দ ধরে রেখে খেলে গেছে পিএসজি। এরমধ্যে দশম মিনিটে লিড নেয় তারা। গোলদাতা পেরেইরা। এরপর অবশ্য স্রোতের বিপরীতে ম্যাচে সমতা ফেরায় লিল। ২৮তম মিনিটে বোটমানের গোল উত্তাল করে দেয় লিলের সমর্থকদের। অবশ্য তারপরই মেসির কর্নারে ভাসানো বলে হেডে গোল করেন কিম্পেম্বে। আবার এগিয়ে যায় পিএসজি।

৩৮তম মিনিটে গোলদাতা মেসি। লিগ ওয়ানে পিএসজির হয়ে ১৩ ম্যাচে মেসির এটি দ্বিতীয় গোল। ছয় ম্যাচ পর গোল পেলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। সন্দেহ নেই সেরা সময়টাতে নেই তিনি!

লি ওয়ানে এ অবস্থায় ২৩ ম্যাচে ১৭ জয় ও ৫ ড্রয়ে ৫৬ পয়েন্ট পিএসজির। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অলিম্পিক মার্সেই। ৪২ পয়েন্ট নিয়ে তিনে নিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category