আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি সংগৃহিত

ঢাকায় ফুটবল ফিরছে দেখে খুশি জামাল

বাংলাদেশ ফুটবলের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। সংস্কার কাজের কারণে ২০২১ সাল থেকে এই ভেন্যুতে খেলা হচ্ছে না। এরপর থেকে বাংলাদেশের হোম ম্যাচগুলো হয়েছে সিলেটেই। বসুন্ধরা কিংস অ্যারেনার মাধ্যমে আবার ঢাকায় খেলার সুযোগ হচ্ছে জাতীয় ফুটবল দলের। 

আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ভেন্যু নিয়ে বলেন, ‘লম্বা সময় পর আমরা ঢাকায় খেলছি। মনে করতে পারছি না, সবশেষ কবে ঢাকায় খেলেছি। আবারও ঢাকায় খেলতে পেরে আমি খুশি।’

২০২০ সালের নভেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের সিরিজ হয়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এরপর আর ঢাকায় খেলা হয়নি জামালদের।

বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে মুখিয়ে আছেন দলের সবাই। ‘এটা আমাদের সবার জন্য অনেক বড় একটা সুযোগ। আমি মনে করি আপনারাও একটু খুশি, কেননা আপনাদের বেশি ভ্রমণ করতে হচ্ছে না। সবাই আগামীকালের ম্যাচ নিয়ে রোমাঞ্চিত’, যোগ করেন জামাল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে কিংস অ্যারেনার আকৃতি একটু ভিন্ন। কিংসের স্টেডিয়ামের বিশেষত্ব সম্পর্কে জামাল বলেন, ‘আপনারা যদি দেখেন, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমর্থকরা খেলোয়াড়দের থেকে অনেক দূরে বসেন (গ্যালারির অবস্থান)। কিন্তু কিংস অ্যারেনায় গ্যালারি খুব কাছাকাছি। কিংস অ্যারেনার আবহ ভিন্ন রকম।’

স্টেডিয়াম বা আলাদা আমেজ থাকলেও দলের মনোযোগ তিন পয়েন্টের দিকেই। প্রীতি ম্যাচ হলেও সর্বাধিক গুরুত্বই দিচ্ছে বাংলাদেশ। অধিনায়ক বলেন, ‌‘আমি দেরিতে যোগ দিয়েছি, আর্জেন্টিনায় খেলা ছিল। যখন যোগ দিয়েছি আমি দেখেছি সব ঠিক আছে, সবাই প্রস্তুত এবং তারা নিজেদের করণীয় জানে। অবশ্যই এখানে অনেক নতুন খেলোয়াড় এসেছে, তাদের মানিয়ে নিতে হবে। কোচও বলেছেন, এটা বাছাইয়ের প্রস্তুতি ম্যাচ, কিন্তু তিন পয়েন্ট পেলে আমরা র‌্যাংকিংয়ে এগোতে পারি।’

সংবাদ সংগৃহিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category