আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি-সংগৃহীত

শ্রমিকদের মানববন্ধন

বাগেরহাটের মোংলা পৌর শহরে ঘাট শ্রমিকদের বিশ্রামাগার দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। টিটু মাঝি ওরফে গয়না টিটু নামে এক ব্যক্তি রাতের আঁধারে এই মার্কেট নির্মাণ করলেও স্থানীয় প্রশাসন জানে না কিছুই।

রোববার (৩ সেপ্টেম্বর) ঘাটের প্রায় দুই শতাধিক শ্রমিক মানববন্ধন করে এবং গয়না টিটুর কেটে ফেলা গাছ দুটি নিয়ে মোংলা থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করে।

অভিযোগে মোংলা উপজেলা ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক সরদার বলেন, শ্রমিকরা মালামাল উঠিয়ে মোংলা নদীর পাশে জেগে ওঠা চরে ছাউনি দিয়ে বিশ্রাম নিতেন। সরকারি এই জায়গায় শ্রমিকরা যাতে ভালো করে বিশ্রাম নিতে পারে সে জন্য ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এটি উদ্বোধন করে। এবং সেখানে বট গাছের দুটি চারা রোপণ করেন। গাছ দুটি বড় হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের ওই চর পড়া জায়গায় লোলুপ দৃষ্টি পড়ে ভূমিদস্যু টিটু মাঝি ওরফে গয়না টিটুর। একপর্যায়ে গাছ দুটি কেটে সেই জায়গা অবৈধভাবে দখল করে রাতারাতি মার্কেট নির্মাণ করে সে।

শ্রমিক সূত্রে জানা যায়, প্রাকৃতিক উপায়ে মোংলা নদী ভরাট হয়ে চর পড়েছে। শ্রমিকদের নানারকম ভয় দেখিয়ে সেই চর দখল করেছে টিটু মাঝি।

এদিকে নদী পাড়ে চরের জায়গার মালিক উপজেলা ভূমি অফিস। কিন্তু এই জায়গা দখল করে কীভাবে মার্কেট হলো তা জানে না ভূমি অফিসের কর্মকর্তারা।

মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান বলেন, এই জায়গা কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। অবৈধভাবে মার্কেট করার বিষয়টি আমি প্রথম শুনেছি। এ ঘটনায় সদর তহশিলদারকে (নায়েব) সরেজমিনে পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

মোংলা থানার ওসি মোহাম্মদ শামসুদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত গয়না টিটু জানান, তিনি এ জায়গা মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করে মার্কেট করেছেন।

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শাহিনুর আলম বলেন, আবেদন করলেই জায়গা পাওয়া যায় না। আবেদন অনুমোদন না হওয়া পর্যন্ত সেটি অবৈধ জায়গা। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ ও বন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেন, আমার লাগানো গাছ ও শ্রমিকদের বিশ্রামের জন্য দেওয়া জায়গা কীভাবে দখল করে মার্কেট হলো সে ব্যাপারে স্থানীয় প্রশাসনকে বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ-সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category