আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবিঃ সংগৃহীত

স্বস্তিকা মুখার্জি আবারও ঢাকাই সিনেমায়

আবারও ঢাকাই সিনেমায় যুক্ত হলেন স্বস্তিকা মুখার্জি। এর আগে শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’ নামের ঢাকাই সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। বানিয়েছিলেন এফ আই মানিক। স্বস্তিকা এবার চুক্তিবদ্ধ হয়েছেন ‘আলতাবানু জোসনা দেখেনি’ নামের সিনেমায়। বানাবেন হিমু আকরাম। এটি নির্মাতার প্রথম সিনেমা।

হিমু আকরাম বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে থাকতেই স্বস্তিকার সঙ্গে সিনেমা নিয়ে কথা হয়। গল্প শুনেই আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। তিন মাস আগে প্রযোজক ও আমি কলকাতা গিয়ে তাঁর সঙ্গে চুক্তি করেছি। আলতাবানু চরিত্রে অভিনয় করেবেন স্বস্তিকা। তাঁর বিপরীতে কে থাকছেন তা চূড়ান্ত হয়নি।’কয়েক দিন আগে স্বস্তিকা জানিয়েছিলেন, বাংলাদেশের সিনেমায় চঞ্চলের বিপরীতে কাজ করছেন তিনি। নির্মাতা বলেন, ‘যখন প্রাথমিক আলোচনা হয়েছিল তখন তিনি জানতে চেয়েছিলেন নায়ক কে হতে পারে। সে সময় তাঁকে জানানো হয়েছিল, কয়েক জনের সঙ্গে কথা হচ্ছে। তবে, চঞ্চল চৌধুরীও হতে পারে। তাই গণমাধ্যমকে তিনি চঞ্চল চৌধুরীর কথা বলেছেন। তবে চঞ্চল চৌধুরীর সঙ্গে আমাদের এখনো চুক্তি হয়নি।’

প্রথম সিনেমাতেই স্বস্তিকা কেন? জানতে চাইলে হিমু বলেন, ‘অনেকগুলো লেয়ার আছে আলতাবানু চরিত্রটির। নির্মাতা ও গল্পকার হিসেবে মনে হয়েছে এখানে একজন শক্তিশালী অভিনেতা প্রয়োজন।

গল্পের প্রয়োজনে কিছু সাহসী দৃশ্যও আছে, যেটা হয়তো আমাদের শিল্পীরা করার সাহস করবে না। সব দিক বিবেচনা করেই স্বস্তিকাকে চূড়ান্ত করা। ১৬ বছর ধরে নাটক নির্মাণের পর সিনেমা নির্মাণ করছি। তাই গল্পটি সঠিক ও পরিপূর্ণভাবে উপস্থাপনের জন্যই আলতাবানু চরিত্রে স্বস্তিকাকে পারফেক্ট মনে হয়েছে।’

নিজের গল্পেই প্রথম সিনেমা বানাবেন হিমু আকরাম। চিত্রনাট্য লিখছেন হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন। চিত্রনাট্য চূড়ান্ত হলেই নায়ক চূড়ান্ত করা হবে। এরপর নায়ক-নায়িকার উপস্থিতিতেই দেওয়া হবে আনুষ্ঠানিক ঘোষণা। সিনেমার প্রযোজক বেঙ্গল মাল্টিমিডিয়া।

আগামী নভেম্বরে সুন্দরবন, অষ্টগ্রামের হাওর, পুরান ঢাকা ও রাজেন্দ্রপুরে হবে সিনেমার শুটিং। আগামী বছরের কোনো এক ঈদের সময় সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা।

সংবাদ-সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category