আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে একাকিত্বের অনুভূতি – দাবি সমীক্ষার

ছেলেবেলায় সমাজবিজ্ঞান বইয়ে পড়েছেন নিশ্চয়ই- ‘মানুষ সামাজিক জীব, সে একাকী বাস করতে পারে না’। আসলে পথ চলতে সবারই সঙ্গী লাগে। মনের কথা বলা কিংবা গল্প করার একজন মানুষ থাকতে হয়। কিন্তু ব্যস্ততায় পরিপূর্ণ জীবনে এখন কারোরই অন্যের জন্য সময় নেই। আর তাই একাকিত্ব হচ্ছে অনেকের সঙ্গী। এই একাকিত্বের অনুভূতির প্রভাব থাকে দীর্ঘদিন। এমনটাই বলছে সমীক্ষা।

সাম্প্রতিক এই সমীক্ষায় দাবি করা হচ্ছে, একাকিত্বের অনুভূতির কারণে অবসাদ বাড়ছে বহু গুণে। এই সমস্যা নাকি বর্তমানে মহামারির মতো ছড়িয়ে পড়েছে। একসময় একাকিত্ব বোধ নিয়ে এত হইচই ছিল না। তখনও মানসিক যন্ত্রণা মানুষের সঙ্গী হতো ঠিকই কিন্তু তার প্রকাশভঙ্গি ছিল অন্যরকম। কিন্তু এখনকার চিত্র ভিন্ন।

সংবাদ – সংগৃহিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category