সমস্যা নতুন নয়। বাংলাদেশ দলের এদিক ঠিকঠাক থাকলে ওদিকটা আবার ঝুলে যায়। এভাবেই দিনের পর দিন পার হচ্ছে। টানা দুই হারে শেষ হয়ে গেল তাঁদের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও।
২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে ম্যাচটি বাকি আছে অবশ্য। কিন্তু ‘এ’ গ্রুপ থেকে ভারতের পর নিউজিল্যান্ডও সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় বিদায় নেওয়া দুই দলের ম্যাচটি এখন ‘ডেড রাবার’।
এর আগে নিউজিল্যান্ড ম্যাচের নিজেদের খুব গোছানো অবস্থায়ও আবিষ্কার করতে পারলেন না নাজমুল হোসেন। রাতের সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক বলে গেলেন, ‘দল হিসেবে প্রতিটা বিভাগে ভালো করাটা গুরুত্বপূর্ণ।
নিউজিল্যান্ড ম্যাচ আরেকটি ‘গ্যাপ’ও আরেকবার প্রকাশ্য করে দিয়েছে। বেশি বেশি ডট বল খেলার প্রবণতা বাংলাদেশের ব্যাটারদের। ৫০ ওভারের মধ্যে ৩০.১ ওভার ডট দিলে বড় ইনিংস গড়ার পথ এমনিতেই বন্ধ হয়ে যায়। নাজমুল সেই পথ বন্ধ হওয়ার কারণ ব্যাখ্যা করে বললেন, ‘হ্যা, অবশ্যই এই জায়গাটায় উন্নতির সুযোগ আছে। আমরা নিয়মিত ৩০০ করি না। এটি সত্যি কথা। এটি মেনে নিতেই হবে। তবে আমার মনে হয় আজ যদি ডট বলের কথা বলেন, আমরা ৫ ওভার, ১০ ওভার পরপরই একটা-দুটো করে উইকেট হারাচ্ছিলাম। ওই সময় (নতুন) ব্যাটারের জন্য স্ট্রাইক রোটেট করা কঠিন ছিল। যদি বড় দুটো পার্টনারশিপ হতো, তাহলে হয়তো এত ডট বল খেলা লাগতো না। আজকে ডট বল বেশি খেলার কারণ মাঝের ওভারগুলোতে আমরা কিছুক্ষণ পরপরই একটা-দুটো করে উইকেট দিয়েছি।’
সংবাদ-সংগৃহীত
Leave a Reply