আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি-ইন্টারনেট

ট্রাম্পকে ‘পিছু হটার’ আহ্বান স্টারমারের-ইরান ইস্যুতে

ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ যখন চরমে, তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ব্রিটিশ প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, ‘এখন সংঘাত আরও ঘনীভূত হওয়ার বাস্তব আশঙ্কা রয়েছে। সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ বেছে নিতে হবে।’

স্টারমার আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিমধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে এবং সেই ধারাবাহিকতায় কূটনীতি হচ্ছে সবচেয়ে যুক্তিযুক্ত পথ। এই সমস্যার সমাধানে কূটনীতিই সেরা উপায় বলে জানান তিনি।

এরই মধ্যে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ওয়াশিংটনে অবস্থান করছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন।

বিশ্লেষকেরা বলছেন, ব্রিটেনের এই উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে—যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নেয়, তাহলে তা ট্রান্সআটলান্টিক মিত্রদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করতে পারে। যুক্তরাজ্য প্রকাশ্যে সংঘাত এড়ানোর পক্ষে অবস্থান নিচ্ছে।

এই পরিস্থিতিতে আগামী ৪৮ ঘণ্টা কূটনৈতিক যোগাযোগ ও বড় পরাশক্তিগুলোর অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

সংবাদ-সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category