আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবি- সংগৃহীত

ইরানের সঙ্গে আলোচনার আগে জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের বৈঠক

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আজ (২০ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নিজেদের মধ্যে আলোচনা করেছেন যুক্তরাজ্য, ইইউ, ফ্রান্স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। খবর বিবিসির।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের সঙ্গেও দেখা করার কথা রয়েছে আরাগচির।

এএফপি জানিয়েছে, এই বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবেন আরাঘচি।

ইরানের আধাসরকারি বার্তা সংস্থা মেহর নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ইরান কখনই তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও এর সক্ষমতা নিয়ে কোনো ধরনের আলোচনায় যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার ভাষায়, এ বিষয়টি আলোচনার ঊর্ধ্বে।

প্রতিবেদন অনুযায়ী, আরাঘচি শুক্রবার আইআরআইবি-র সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, আমেরিকানরা এখন পর্যন্ত ইরানের সঙ্গে গুরুতর আলোচনার আহ্বান জানিয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন যে, ইরান তাদের সঙ্গে কথা বলবে না। কারণ তারা ইসরায়েলি সরকারের ক্রমবর্ধমান অপরাধের সহযোগী।

সংবাদ-সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category