আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবিঃ সংগৃহীত

শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার-ভাসানী বিশ্ববিদ্যালয়ে!

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশের সন্তোষ পুরাতনপাড়ায় নেওয়াজ আলীর বাসার চতুর্থ তলা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ওই শিক্ষার্থীর নাম জুনায়েদ হোসেন (২৪)। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং গাজীপুর জেলার পুবাইল থানার বসুগাঁও গ্রামের আলী আহমেদের ছেলে।

টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) কাজী নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি রুমের দরজা লাগানো। পরে দরজা ভেঙে রুমের ভেতর প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে—তা এখনও জানা যায়নি।

তিনি আরও বলেন, ‘যে ছেলেটি আমাদের খবর দিয়েছিল, সে ছেলেটি জুনায়েদের পাশের রুমে থাকে। জুনায়েদ আগের দিন বেলা ১১টায় তাকে বলেছিল, আমি ঘুমাবো। আমাকে কেউ যেন বিরক্ত না করে। এরপর দীর্ঘসময় পার হলেও কোনও সাড়া না পেয়ে ওই শিক্ষার্থী আমাদের খবর দেয়।

সংবাদ-সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category