আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবিঃসংগৃহীত

ক্লাব বিশ্বকাপে অনিশ্চিত এমবাপে

ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপেকে ছাড়াই ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ। পেটের সমস্যায় ভোগার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ২০১৮ সালের বিশ্বকাপজয়ী এই তারকাকে। যদিও চিকিৎসা শেষে তিনি ফিরেছেন দলের ট্রেনিং ক্যাম্পে, তবে এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় ক্লাব বিশ্বকাপে রিয়ালের দ্বিতীয় ম্যাচেও তার খেলা অনিশ্চিত।

রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসোর অধীনে এটি ছিল প্রথম ম্যাচ। এমবাপে না থাকায় আক্রমণভাগে বেশ ভুগতে হয় স্প্যানিশ জায়ান্টদের। সৌদি আরবের ক্লাব আল-হিলালের বিপক্ষে সেই ম্যাচে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ইউরোপের ১৫ বারের চ্যাম্পিয়নদের।

এখন সামনে আরেকটি কঠিন পরীক্ষা। মেক্সিকোর ক্লাব পাচুকা এফসির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। তবে সেই ম্যাচেও এমবাপেকে পাওয়া যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে,’চিকিৎসা চলছে। কিলিয়ান পুরোপুরি সুস্থ হলে দলের স্বাভাবিক কার্যক্রমে ফিরবেন।’

ফরাসি তারকার অনুপস্থিতি রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা। কেননা, চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে অভিষেকেই অসাধারণ ছন্দে রয়েছেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ইতোমধ্যে ৪৩ গোল করেছেন সাবেক পিএসজি ও মোনাকো ফরোয়ার্ড।

‘এইচ’ গ্রুপে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে তিনটি শক্তিশালী ক্লাব। মেক্সিকোর পাচুকা, সৌদি আরবের আল হিলাল এবং অস্ট্রিয়ার সালসবুর্গ। এমবাপে দ্রুত সুস্থ হয়ে ফিরতে না পারলে গ্রুপপর্ব থেকেই চাপে পড়তে পারে ইউরোপের এই পরাশক্তি।

সংবাদ-সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category