আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বার্সেলোনায় না যাওয়ার গুঞ্জন মার্টিনেজের! পছন্দ অন্য ইংলিশ ক্লাব

চলমান ক্লাব বিশ্বকাপে খেলছেন না এমিলিয়ানো মার্টিনেজ। তারপরও আলোচনার কেন্দ্র বিন্দুতে এই আর্জেন্টাইন গোলরক্ষক। অ্যাস্টন ভিলা থেকে বিদায় নেওয়ায় তার পরবর্তী গন্তব্য নিয়ে নানা আলোচনা চলছে।

কয়েকদিন আগে বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন উঠলেও এবার নতুন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান। একটি সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে পছন্দ মার্টিনেজের।

 

মার্টিনেজ আর্জেন্টিনা দলের সতীর্থ লিসান্দ্রো মার্টিনেজের ঘনিষ্ঠ বন্ধু এবং সে দল বদল করতে আগ্রহী। ইউনাইটেডে যোগ দেওয়ার আশায় সে ইতোমধ্যেই কয়েকটি বড় ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এ ছাড়া ম্যানইউ কোচ আমোরিম নিজেও মার্টিনেজের বড় ভক্ত।

২০২০ সালে স্পোর্টিং লিসবনে তাকে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু ভিলার কাছে হেরে যেতে হয় সেবার। তিনি এমন এক দল গড়তে চান যেখানে নেতা এবং ক্যাপ্টেনসুলভ খেলোয়াড় থাকবে, আর মার্টিনেজ সেই চাহিদায় পুরোপুরি ফিট।

ম্যানইউয়ের নিয়মিত গোলরক্ষক আন্দ্রে ওনানাকে নিয়ে দ্য সান জানিয়েছে, ম্যানইউর কঠিন একটা মৌসুম পার করা স্বত্ত্বেও সমালোচকদের ভুল প্রমাণ করতে চান নিয়মিত গোলরক্ষক আন্দ্রে ওনানা। তবুও এই গ্রীষ্মে নতুন গোলরক্ষক কিনতে পারে ক্লাবটি। কারণ, তাদের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক আলতায়ে বেইন্দির চলে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

 

ম্যানইউতে ওনানার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এ সুযোগ কাজে লাগিয়ে ইউনাইটেডের স্কোয়াডে যোগ দিতে উন্মুখ হয়ে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। তবে শুধু মার্টিনেজই আগ্রহী নন, ইউনাইটেডেরও আগ্রহ আছে মার্টিনেজের প্রতি।

আমোরিম ইতোমধ্যেই ব্রাজিল এবং উলভারহ্যাম্পটনের ফরোয়ার্ড ম্যাথেয়াস কুনহাকে ৬২.৫ মিলিয়ন পাউন্ডে দলে টেনেছেন। এবার এই পর্তুগিজ কোচ আরও একজন দক্ষিণ আমেরিকান খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষককে দলে টানতে পারেন। পাশাপাশি ওনানাকে ছেড়ে দেওয়ার কথাও বিবেচনা করছে ইউনাইটেড।

সংবাদ সংগৃহীত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category