জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির নেতা আখতার হাসনাত ও সারজিস আলমের নেতৃত্বে রবিবার (২২ জুন) বিকেলে এই আবেদন জমা দেন তারা। নতুন দল নিবন্ধন আবেদনের আজ শেষ দিন।
এর আগে আজ নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জনতার দল, জনতার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিসহ বেশ কয়েকটি দল।
আজ নিবন্ধনের আবেদন শেষে জনতার দলের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শামিম কামাল বলেন, “নতুন ধারার রাজনীতি করতে চায় তাদের দল। চাবি প্রতীক চেয়ে ইসিতে আবেদন করা হয়েছে।”
ইসিতে নিবন্ধনের জন্য কোনো দলের কেন্দ্রীয় কমিটিসহ সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকা, অনূর্ধ্ব এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় জেলা অফিস এবং ১০০টি উপজেলা বা ক্ষেত্রবিশেষে মেট্রোপলিটন থানায় অফিস (যার প্রতিটিতে সদস্য হিসেবে ন্যূনতম ২০০ ভোটার তালিকাভুক্ত হতে হবে) থাকার শর্ত পূরণ করতে হয়। পাশাপাশি দলের গঠনতন্ত্রে কিছু বিষয় উল্লেখ থাকতে হয়।
১ জুন ঢাকা মহানগর উত্তরে সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে জেলা-উপজেলা পর্যায়ে এনসিপির কমিটি গঠন শুরু হয়। বুধবার পর্যন্ত দেশের ৩৩টি জেলা ও ১২৭টি উপজেলায় সমন্বয় কমিটি করেছে এনসিপি।এই কমিটিগুলোর মাধ্যমে পরে জেলা-উপজেলা পর্যায়ে দলটির আহ্বায়ক কমিটি গঠিত হবে।
সংবাদ সংগ্রহীত।
Leave a Reply