আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ হাসিনা ছিল ‘লেডি হিটলার’ : সাবেক এমপি তুহিন

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, এক সময় ছিল হিটলার, আর শেখ হাসিনা ছিল লেডি হিটলার। ৫ আগস্ট সেই লেডি হিটলার পালিয়েছে। এর পর ফ্যাসিবাদের দোসররা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তারা নানা রকম সমস্যার সৃষ্টি করছে। দেশের মানুষ আর ফ্যাসিজম চায় না, তারা চায় স্বাধীনতা।

তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারাই তৃণমূলের শক্তি, আপনারাই বিএনপির প্রাণ। দলের দুঃসময়ে আপনারাই দলকে বাঁচিয়ে রেখেছেন-আপনাদের জানাই বিএনপির পক্ষ থেকে স্যালুট। আপনারা না থাকলে আমাদের কোনো মূল্য নেই। আপনাদের মাধ্যমেই আমাদের সাধারণ মানুষের মাঝে পৌঁছাতে হবে। আপনারাই খালেয়া জিয়া-তারেক রহমানের প্রকৃত শক্তি।

দলের শৃঙ্খলা রক্ষার বিষয়েও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতীয় পার্টি করছে, আওয়ামী লীগ করছে- এমন নেতাকে যদি আপনারা দলে ঢোকান তাহলে খবর আছে। আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির আদর্শে যারা বিশ্বাসী, তারা যদি বিএনপির নাম ব্যবহার করে সুবিধাবাদে যুক্ত থাকে, তাদের দ্রুত দল থেকে বাদ দিতে হবে।

শুক্রবার (২৭ জুন) নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা ও পৌর বিএনপির তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রোগ্রাম চলে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত।

সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন এবং সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আখম আলমগীর হোসেন সরকার, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রায়হানুল হক প্রধান ইউসুফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান (আনু), সাধারণ সম্পাদক মোজাফফর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহদাত হোসেন চৌধুরীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৩ শতাধিক নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category