মুফতী জাহিদুল ইসলাম একজন একাধারে লেখক, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব,এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপকমিটির সদস্য, ও জামালপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ০৩(মেলান্দহ -মাদারগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার সম্ভাব্য প্রার্থী, তিনি আঃ সোবহান মুন্সি ফাউন্ডেশন বাংলাদেশ নামে সামাজিক আর্ত মানবতার জন্য ও সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহনের জন্য ২০১৬ সালে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তার নির্বাচনী এলাকায় খবর নিয়ে জানা গেছে তিনি অনেকদিন থেকে বিভিন্ন দূর্যোগের সময় তার ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবং রাজনৈতিক জীবনেও জেলা ছাত্র আন্দোলনে সক্রিয় দায়ীত্ব পালন করে ছাত্র জীবন ২০০১ সাল থেকেই চরমোনাই পীর সাহেব প্রতিষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলন উপজেলার আহ্বায়কের দায়িত্ব পালন করেন,আজকে ঢাকা মহানগর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সহ সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতির দায়ীত্ব পালন করে আজকে কেন্দ্রীয় শুরা সদস্য। তিনি লেখাপড়ার জীবনে দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিআ রাহমানিয়া থেকে ২০০৭ সালে দাওরায়ে হাদীস (মাস্টার্স) শেষ করে চট্টগ্রামের নানুপুর মাদরাসা থেকে হাদীস গবেষণা ও মুফতী ডিগ্রি লাভ করেন,সে সময় আল্লামা শাহ জমীরুদ্দীন নানু পুরী রহঃ এর সফরসঙ্গী হয়ে দেশের অনেক জায়গায় সফর করেন,এবং নানু পুর দরবারে ৪০দিন এতে কাফ করে নানুপুর হযরতে এজাজত লাভ করেন। কর্মজীবনে ঢাকার মিরপুরে নিজে একটা মাদরাসা প্রতিষ্ঠা করেন,পাশাপাশি কয়েক বছর যাবত রাজধানীর একটি মাদরাসায় হাদীসের দরস দিচ্ছেন। এবং তিনি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে অনেক সংস্হা থেকে ব্যবসায়ীক ভাবে সম্মাননা গ্রহণ করেন এবং তিনি জারীন কর্পোরেশন ও ফারহান এন্টারপ্রাইজ নামে দুটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানের কর্ণধার। তিনি প্রচার প্রচারনার সময় swadhinkhobor24.com কে দেয়া সাক্ষাতকারে আরো বলেন, আগামী নির্বাচনে যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারেন,তাহলে তার নির্বাচনী এলাকায় অনেক অনেক অবদান রাখতে পারবেন। ইতিমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছেন মুফতী জাহিদুল ইসলাম।
সংবাদঃ নিজস্ব প্রতিবেদক
Leave a Reply