আজ ২০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবিঃ সংগৃহিত

যেন আরেক ‘বাংলাদেশ’ বলছেন পাকিস্তানি তারকা

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে গতকাল শ্রীলংকাকে ১৬৮ রানে থামিয়ে ৪ উইকেটে জয় লাভ করেছে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের জয়ে প্রশংসা করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার মিসবাহ-উল হক।

মিসবাই বলেন, ‘আফগান ম্যাচের চেয়ে আজকের ম্যাচে আলাদা ছিল বাংলাদেশ। উইকেট হারানোর পরও আগ্রাসী মনোভাব ধরে রেখেছিল, এরকমভাবে বাংলাদেশকে খুব কমই খেলতে দেখেছি।”

বাংলাদেশ দলের সামগ্রিক ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “শুধু আক্রমণ করেই খেলেনি, বাংলাদেশ দায়িত্বশীল ক্রিকেট খেলেছে। রানিং বিট্যুইন দ্য উইকেট দুর্দান্ত ছিল। নিয়ন্ত্রণে রেখেছিল নিজেদের। শেষ ওভারে যদিও ভয় ধরিয়ে দিয়েছিল, তবে দারুণ খেলেছে বাংলাদেশ।”

বিশেষ করে তাওহিদ হৃদয়ের ব্যাটিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মিসবাহ বলেন, “হৃদয় অসাধারণ ইনিংস খেলেছে। যখন সে নেমেছে তখন শ্রীলঙ্কার মূল বোলাররা বল করছিল, হাসারাঙ্গা বল করছিল। অবশ্যই অসাধারণ ইনিংস! খুব আরামসে ছক্কা মারছিল। রানও নিচ্ছিল খুব জোরে দৌঁড়ে। এরকম পরিস্থিতিতে তো এমন খেলোয়াড়ই দরকার। পুরো নিয়ন্ত্রণ নিয়েছিল এবং কোনো তাড়াহুড়া করেনি।”

একইসঙ্গে বোলিংয়ে মেহেদী হাসানের অবদানকে সামনে আনেন মিসবাহ। সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের ব্যাটিং ঝড়ে পাদপ্রদীপের আলো থেকে বেশ দূরে চলে যাওয়া মেহেদী চার ওভারে মাত্র ২৫ রান দিয়ে নেন টপ অর্ডারের মহাগুরুত্বপূর্ণ দুইটি উইকেট। কুশল মেন্ডিস ও কামিল মিশারাকে শিকার করেন তিনি। মেহেদীর ভূমিকা যেন ছিল সাইলেন্ট কিলারের মতোই।

মিসবাহ বলেন, “মেহেদীর ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশ পঞ্চম বোলারের অভাবে ভুগেছিল আগের দিন। উইকেট টু উইকেট বল করেছে। দারুণভাবে পিচ বিশ্লেষণ করে খেলেছে। খুব ভালো করেছে সে।”

বাংলাদেশের এই পারফরম্যান্সকে দলটির জন্য এক নতুন বার্তা হিসেবে দেখছেন মিসবাহ। তার মতে, আগ্রাসী মানসিকতা এবং দায়িত্বশীল ক্রিকেটের এই মিশেল ধরে রাখতে পারলে বড় মঞ্চে আরও চমক দেখাতে সক্ষম হবে টাইগাররা।

সংবাদঃ সংগৃহিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category