বাইডেন প্রশাসন, ইউরোপীয় কমিশন, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি ও ইতালির মিত্ররা শনিবার যৌথ বিবৃতিতে ঘোষণা করেছে যে, তারা কিছু রাশিয়ান ব্যাংককে সুইফট আর্থিক বার্তা ব্যবস্থা থেকে সরিয়ে দেবে, যা তাদের আন্তর্জাতিক লেনদেন থেকে বিরত রাখবে। তারা আরও বলেছে যে, তারা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের উপর নতুন বিধিনিষেধ আরোপ করবে যাতে রাশিয়া আন্তর্জাতিক রিজার্ভ ব্যবহার করতে না পারে।
বিবৃতিতে ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধেও নিন্দা জানানো হয়।
জার্মান সরকারের মুখপাত্র বলেন, ধনী রাশিয়ান ও তাদের পরিবারের গোল্ডেন পাসপোর্ট বন্ধ করা হবে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করে এমন সংস্থা ও তার দায়িত্বে থাকা ব্যক্তি পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
সুইফট (সাসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এর মাধ্যমে দ্রুত ও নিরাপদে আন্তর্জাতিক লেনদেন করা হয়। বিশ্বের ২০০টির বেশি দেশে ১১ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সুইফট যুক্ত।
Leave a Reply