দুই যুগ পর অবশেষে পাকিস্তানের মাটিতে পা রাখলো অজিরা। রোববার ভোরে একটি বিশেষ বিমানে ইসলামাবাদে পৌঁছে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে হোটেলে ঢুকে অবস্থান করছে তারা। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভেন স্মিথ টুইটারে একটি ছবি পোস্ট করে লিখেছেন, পাকিস্তানে পৌঁছে গেলাম।-টুইটার
সর্বশেষ ১৯৯৮ সালে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। এবারের সফরে পাকদের বিপক্ষে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলবে তারা। টেস্টগুলো ৪, ১২ ও ২১ মার্চ অনুষ্ঠিত হওয়া সবগুলোই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
তিনটি ওয়ানডে যথাক্রমে ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল অনুষ্ঠিত হবে ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে ৫ এপ্রিল। একদিন আইসোলেশনে থেকে সোমবার অনুশীলনে নামবে অস্ট্রেলিয়া দল।
Leave a Reply