বিনা উসকানিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের প্রভাব গ্ল্যামার জগতেও পড়েছে। ওয়াল্ট ডিজনি পিকচার্স ও পিক্সার অ্যানিমেশন ষ্টুডিও নির্মিত ‘টার্নিং রেড’ রাশিয়ার সিনেমা হলগুলোতে মুক্তি পাচ্ছে না। ডোমি শি পরিচালিত এই ছবিটি আগামী ১১ মার্চ বিশ্ব জুড়ে মুক্তি পাবে। সোমবার ডিজনির পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতির বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেবে ডিজনি। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার আক্রমণের ফলে ইউক্রেনে যে মানবিক সংকটের সৃষ্টি হয়েছে এবং শরণার্থী হিসেবে যারা ইউক্রেন ত্যাগ করেছেন তাদের জন্য একটি এনজিওর সঙ্গে কাজ করছে ডিজনি। ‘টার্নিং রেড’ ছবিটির রাশিয়ায় প্রিমিয়ার হওয়ার কথা ছিল ১০ মার্চ। এছাড়া বেশ কয়েকটি বড় বাজেটের ছবি রাশিয়াসহ বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ওয়ার্নার ব্রাদার্সের ‘দি ব্যাটম্যান’ শুক্রবার থেকে রাশিয়ায় প্রদর্শিত হওয়ার কথা ছিল। সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। ডিজনির সিদ্ধান্ত ঘোষিত হওয়ার কয়েক ঘন্টা পরই ওয়ার্নার ব্রাদার্স বলেছে, ‘ইউক্রেনের মানবিক বিষয়টি বিবেচনায় রেখে ওয়ার্নারমিডিয়া রাশিয়ায় দি ব্যাটম্যান মুক্তি বন্ধ রাখছে। আমরা পরিস্থিতির দিকে খেয়াল রাখছি। আশা করছি, খুব দ্রুতই এই সংকটের শান্তিপূর্ণ সমাধান হবে।’ ডিজনি এবং ওয়ার্নারের সিদ্ধান্তের পর সোনি পিকচার্সও নতুন ছবি ‘মরবিউয়াস’-এর মুক্তি বন্ধ করে দিয়েছে। এই ছবিটি রাশিয়ায় মুক্তি পাওয়ার কথা ছিল ২৪ মার্চ। সোনি পিকচার্সের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা ভাবছি এবং দোয়া করছি, এই সংকট থেকে দ্রুতই যেন উত্তরণ ঘটে।’ ওয়ার্নার ব্রাদার্সের আরো দুটি ছবি রাশিয়ায় মুক্তি পাওয়ার কথা ছিল। ‘ফ্যান্টাস্টিক বিস্ট: দি সিক্রেটস অব ডামব্লেডোর’ ১৪ এপ্রিল এবং অ্যানিমেইটেড ‘ডিসি লীগ অব সুপাট-পেটস’ ১৯ মে নির্ধারিত ছিল মুক্তির জন্য।কিন্তু কোনোটাই মুক্তি পাচ্ছে না। স্ট্রিমিং চ্যানেল ‘নেটফ্লিক্স’-ও সিদ্ধান্ত নিয়েছে, চ্যানেলটি রাশিয়ার কোনো প্রচার-প্রচারণা চালাবে না। তা ১ মার্চ থেকেই কার্যকর হয়েছে। নেটফ্লিক্সের একজন মুখপাত্র বলেছেন, রাশিয়ান ফেডারেল টেলিভিশনের অন্তত ২০টি চ্যানেল নেটফ্লিক্সের মাধ্যমে চলে। প্রতিদিন এক লাখ মানুষ এই চ্যানেলগুলো দেখে। ক্রেমলিনের প্রচার নিয়ে প্রবহমান এসব চ্যানেলগুলো আপাতত আর নেটিফ্লিক্স চালাবে না। ইউক্রেনিয়ান ফিল্ম একাডেমি থেকে ইতোমধ্যে ইউক্রেন হামলার প্রতিবাদে রাশিয়ার সিনেমা হল ও চলচ্চিত্রের আন্তর্জাতিক বয়কট চেয়ে একটি অনলাইন আবেদন জানানো হয়েছে।
Leave a Reply