আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গুজরাট টাইটেন ফ্রাঞ্চাইজি নিলাম থেকে দুই কোটি রুপিতে কিনে নিয়েছিলো ইংলিশ ব্যাটার জেসন রয়কে। সাম্প্রতি টাইটেনকে দেওয়া একটি বার্তায় রয় বলেন, দীর্ঘ দিনের সুরক্ষা বলয়ের কারনে আইপিএল থেকে নাম প্রত্যাহার করছেন তিনি। তবে তার স্থলাভিষিক্ত কে হবেন সে বিষয়ে এখনো কারো নাম জানায়নি গুজরাট ফ্রাঞ্চাইজি। ক্রিকইনফো
এর আগে কঠোর জৈব সুরক্ষা মেনেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলে এসেছিলেন জেসন রয়। তবে টুর্নামেন্টে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে ছয় ম্যাচ খেলার পরই টুর্নামেন্ট ছেড়ে চলে আসেন রয়। টুনামেন্টে ৫০.৫ গড়ে ৩০৩ রান করেন তিনি এবং ব্যাট চালিয়েছেন ১৭০ স্ট্রাইকরেটে।
Leave a Reply