আজ ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গুপ্তচরবৃত্তির অভিযোগে জাতিসংঘের ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

জাতিসংঘে মার্কিন মিশনের জাতীয় নিরাপত্তা মুখপাত্র, অলিভিয়া ডাল্টন সোমবার এক বিবৃতিতে বলেন- যুক্তরাষ্ট্র জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশনকে জানিয়েছে যে আমরা রাশিয়ান মিশন থেকে ১২ জন গোয়েন্দা অপারেটিভকে বহিষ্কার করার প্রক্রিয়া শুরু করছি যারা আমাদের গুপ্তচরবৃত্তিমূলক কার্যকলাপে জড়িত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগের অপব্যবহার করেছে। আরটি

জাতিসংঘ সদর দফতরের চুক্তি অনুযায়ী এই পদক্ষেপটি কয়েক মাস ধরে চলছে। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার সময় প্রাপ্ত একটি ফোন কলের মাধ্যমে বহিষ্কারের কথা জানতে পেরেছেন এবং বলেছেন যে জাতিসংঘের রাশিয়ান কূটনীতিক যাদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল তাদের পরিচয় তিনি জানেন না।

নেবেনজিয়া মার্কিন যুক্তরাষ্ট্রকে রাশিয়ান মিশনের বিরুদ্ধে ‘প্রতিকূল’ পদক্ষেপ নেওয়ার এবং চুক্তি অনুযায়ী তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করার জন্য অভিযুক্ত করেছে।

তিনি জাতিসংঘে সাংবাদিকদের বলেন, ‘এটি দুঃখজনক সংবাদ এবং আয়োজক দেশের চুক্তির প্রতি চরম অসম্মান প্রদর্শন।’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির এ কার্যকলাপ শত্রুতামূলক মনোভাবের পরিচয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category