আজ ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানের মসজিদে বোমায় নিহত বেড়ে ৫৬

পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে জুম্মার নামাজের সময় আত্মঘাতি বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫৬ জন।

আহত আরও ১৯৪ জন। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এই ঘটনায় পুরো পাকিস্তানজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। বিক্ষোভ হয়েছে বিভিন্ন প্রদেশে। এ সব কর্মসূচিকে ঘিরে বিপুল পুলিশ মোতায়েন করা হয়। কারা এই হামলা করেছে তা এখনো জানা যায়নি। কোন জঙ্গিগোষ্ঠীও দায় স্বীকার করেনি।

স্থানীয় সময় শুক্রবার (৪ মার্চ) কুচা রিসালদার মসজিদে জুম্মার নামাজের সময় এই আত্মঘাতী বোমা বিস্ফোরণ হয়। মুহূর্তেই ধ্বংসযজ্ঞে পরিনত হয় মসজিদের চারপাশ।

ভাঙা সিলিং, ধসেপড়া দেয়াল, দুমড়েমুচড়ে যাওয়া ফ্যান, বিধ্বস্ত মেঝে সব কিছুই যেন মৃত্যুপুরীতে পরিনত হয়।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ করেই দেখলাম এক লোক গুলি চালাতে শুরু করল। এরপর মুসল্লিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। আমি জানি না তারপর কি হয়েছিল। আমার হাতে ও পায়ে প্রচণ্ড আঘাত লাগে। খবর পেয়ে হতাহতদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে।

হামলার ঘটনায় একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী দুই হামলাকারী মসজিদটিতে প্রবেশের চেষ্টা করে এবং পাহারারত পুলিশের ওপর গুলি চালায়। অপর হামলাকারী মসজিদের ভেতর দৌড়ে প্রবেশ করে বোমার বিস্ফোরণ ঘটিয়ে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category