আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বিনোদন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ছাদবাগান’

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে প্রদর্শিত হবে বিশ্বের ৪০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এ প্রতিযোগিতায় স্থান পেয়েছে রাজশাহীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছাদবাগান’। চলচ্চিত্রটির নির্মাণ ও পরিচালনা করেছেন জীবন শাহাদাৎ। এছাড়া চলচ্চিত্রটির প্রযোজনা করেন উদয় হাকিম।

নির্মাতা ও পরিচালক জীবন বলেন, ‘চলচ্চিত্রটির সম্পূর্ণ শুটিং সম্পন্ন হয়েছে রাজশাহীতে। এর অভিনয় শিল্পী ও কলাকুশলীরা সকলেই রাজশাহীর। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন রাসিক মেয়র। তাই এটি রাজশাহীর সিনেমা বলা যায় চলে।’

জাগো নিউজের প্রতিবেদককে তিনি বলেন, ‘আগামী ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে ‘ছাদবাগান প্রদর্শিত হবে। মোট ৫২টি দেশ এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। বাংলাদেশ থেকেও একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পাঠানো হয়েছিল। তার মধ্যে সবুজের নগরী রাজশাহীর এ ‘ছাদবাগান’ চলচ্চিত্রটি স্থান পেয়েছে।’

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পাওয়া প্রসঙ্গে নির্মাতা জীবন শাহাদাৎ বলেন, ‘বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের চলচ্চিত্র হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে স্থান পাওয়ায় একজন বাংলাদেশী হিসেবে আমি গর্ব অনুভব করছি। তাছাড়া রাজশাহী আমার ‘সেকেন্ড হোম’। আর তাই রাজশাহীবাসীর জন্যও এটি খুব গর্বের ও আনন্দের বিষয় বলে মনে করছি।’

চলচ্চিত্রটির প্রেক্ষাপট হিসেবে জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, ‘চলচ্চিত্রটি ভারতের গায়ক নচিকেতা চক্রবর্তীর ‘একদিন ঝড় থেমে যাবে’ গানটি থেকে অনুপ্রেরণা পেয়ে নির্মাণ করা হয়েছে। মূলত: আরিফ-চৈতী নামের এক দম্পতি রাজশাহীতে বসবাস করতেন। তারা নিঃসন্তান। তাদের কোনো সন্তান না থাকায় তারা রাজশাহীর ভাড়া বাসায় থাকা ছাড়ে গড়ে তোলেন ‘ছাদবাগান’। পরম ভালোবাসা ও স্নেহে সন্তানের মতো গাছগুলো গড়ে তোলেন তারা। কিন্তু করোনা মহামারি কাল হয়ে দাঁড়ায় তাদের জীবনে।

করোনাকালে চাকরি হারিয়ে চার মাসের ভাড়া না দেওয়ায় বাড়ি ছেড়ে গ্রামে ফিরতে হয় তাদের। ছাড়তে হয় ভালোবাসা ও স্নেহের সাথে গড়ে তোলা ‘ছাদবাগান’টিও। নিজেদের অসহায়ত্ব ও করুণ আর্তনাদের চিত্র ফুটে উঠে স্বল্পদৈর্ঘ্যর চলচ্চিত্রটিতে।’

‘চলচ্চিত্রটিতে ভারতের বিখ্যাত সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর গানটি রয়েছে, সেহেতু তাকে চলচ্চিত্রটির বিস্তারিত স্ক্রিপ বলা হয়েছে। তিনি পুরো গল্প শুনে অত্যন্ত আনন্দিত হয়েছেন। শুটিং শেষ হওয়ার পর তাকে মুঠোফোনে বিষয়টি জানানো হলে তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন’- যোগ করেন জীবন শাহাদাৎ।

শনিবার (৫ মার্চ) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র দপ্তরে চলচ্চিত্রটির পোস্টার উন্মোচন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

চলচ্চিত্রটির পোষ্টার উন্মোচন শেষে রাসিক মেয়র লিটন চলচ্চিত্রটির নির্মাতা, প্রযোজকসহ সকল কলাকুশলীর ভূয়সী প্রশংসা করেন। একই সাথে নির্মাতাসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে চলচ্চিত্রটির সফলতার জন্য শুভকামনা করেন মেয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category