আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

হিলি স্থলবন্দর দিয়ে পাটবীজ আমদানি শুরু প্রায় এক যুগ পর

দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাটবীজ আমদানি শুরু হয়েছে। গতকাল শনিবার (১২ মার্চ) ভারত থেকে পাটবীজ বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক। হিলির আজিজুল ইসলাম রেন্টু নামের একজন আমদানিকারক এসব বীজ আমদানি করেছে।

পাটবীজ আমদানিকারক আজিজুল ইসলাম রেন্টু বলেন, দেশের চাহিদা মোতাবেক ভারত থেকে বিভিন্ন বীজ আমদানি করা হচ্ছে। তবে দীর্ঘ সময় ধরে ভারত থেকে পাটবীজ আমদানি বন্ধ ছিল। সর্বশেষ ২০০৮ সালের পর আর এই বন্দর দিয়ে পাটবীজ আমদানি হয়নি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় বন্ধের পর দেশে চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে আবারও পাটবীজ আমদানি শুরু করেছি। আমদানীকৃত এসব পাটবীজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নুরুল আলম খান বলেন, দীর্ঘদিন পর এই বন্দর দিয়ে পাটবীজ আমদানি হয়েছে। আমদানীকৃত এসব পাটবীজ বন্দরের শেডে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে আমদানিকারকের কাছে হস্তান্তর করা হবে।

হিলি কাস্টমসের তথ্য মতে, প্রথম দিন এই বন্দর দিয়ে ভারতীয় ছয়টি ট্রাকে ১২৬ মেট্রিক টন পাটবীজ আমদানি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category