আজ ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

৬.৪ মাত্রার ভূমিকম্প ফিলিপাইনে

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৪ মার্চ) ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্পটি দেশটির প্রধান দ্বীপে আঘাত হানে। এতে রাজধানী ম্যানিলার ভবনগুলো কেঁপে ওঠে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি কোনো সুনামি সতর্কতাও।

অগভীর ভূমিকম্পটি লুজন দ্বীপের বাতান প্রদেশের মোরং থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে আঘাত হানে। ভবন কাঁপার শব্দে ম্যানিলার আশপাশের বাসিন্দারা জেগে ওঠে।

জানা গেছে, গভীরের চেয়ে অগভীর ভূমিকম্পে বেশি ক্ষতি হয়। তবে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না।

লুজনের কাছের দ্বীপ অক্সিডেন্টাল মিন্ডোরোর লুবাং শহরের ভারপ্রাপ্ত পুলিশ প্রধান অ্যারিস্টটল ক্যালায়াগ বলেন, ভূমিকম্পটি খুবই শক্তিশালী ছিল। এসময় সব কিছু দুলতে থাকে বলেও জানান তিনি।

তিনি বলেন, এখানকার মানুষ এ ধরনের ভূমিকম্পে অভ্যস্ত। তাই কেউ আতঙ্কিত হয়ে ঘরের বাইরে বের হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category