আজ ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ইতিহাস গড়ল বাংলাদেশ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে

নিউজিল্যান্ডের হ্যামিল্টনে নারী বিশ্বকাপে ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৯ রানের নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ২৩৪ রানের জবাবে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৫ রান তুলতে পেরেছে পাকিস্তান দল।

হ্যামিল্টনের ব্যাটিং সহায়ক উইকেটে আজ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। এটাই ওয়ানডেতে বাংলাদেশের সর্বাধিক দলীয় রান। এ রানের জবাব দিতে নেমে ওপেনার সিদরা আমিনের সেঞ্চুরির পরও ২২৫ রানে থামে পাকিস্তান।

হ্যামিলটনে ব্যাট করতে নেমে ধীরে শুরু করে বাংলাদেশ। দলীয় ৩৭ রানে শামীমা ১৭ রান করে ফেরেন সাজঘরে। এরপর হাফ সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে ৪৪ রান করে আউট হন শারমীন আক্তার। ৩য় উইকেট জুটিতে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা আর আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ফারজানা হক। ৯৬ রানের জুটি গড়ে দলের লড়াই করার মত পুঁজি নিশ্চিত করেন এই দুই ব্যাটার। নিগার ৪৬ রান করে ফাতিমা সানার বলে আউট হলেও বিশ্বকাপে টানা ২য় অর্ধশত তুলে নেন ফারজানা পিংকি। ৭১ রান করে পিংকি ফেরেন নাশরা সান্ধুর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৩৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে দারুন শুরু করেন পাকিস্তানে দুই ওপেনার নাহিদা খান ও সিদ্রা আমিন। এই দুজনের ওপেনিং জুটিতে আসে ৯১ রান। নাহিদা খান ৪৩ রান করে রুমানা আহমেদের বলে আউট হলেও সিদ্রা আমিনের ব্যাটে অনায়াস জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল পাকিস্তান। কিন্তু ১৫৫ রানে বিসমাহ মারুফ এবং ১৮৩ রানে ওমাইমা সোহাইলের উইকেট হারানোর পর সহজ ম্যাচ কঠিন করে শেষ পর্যন্ত হেরেই বসে পাকিস্তান। সিদ্রা আমিনের সেঞ্চুরি সত্ত্বেও লক্ষ্য হতে ৯ রান দূরে থাকতেই থেমে যায় পাকিস্তানের ইনিংস। আর ৩২ রানে পাকিস্তানের শেষ ৭ উইকেট ফেলে দিয়ে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে নিগার সুলতানার বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category