আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

একটা চুমো দিমু আমার বাবারে – হাদিসুরের বাবা

‘আমার বাবারে একটু উঠাইয়া দেও, আমি চুমো দেব। তোমরা আমার বাবারে উঠাইয়া দেও।’ কবরস্থানে গিয়ে এমনই প্রলাপ করেছেন হাদিসুরের বাবা আবদুর রাজ্জাক হাওলাদার। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে ইউক্রেনে নিহত হাদিসুর রহমান আরিফের দাফনের পর তার কবর জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

তিনি আরও বলেন, সবাই আমার বাবার (হাদিসুরের) জন্য দোয়া করবে, ও যাতে জান্নাতে পৌঁছাতে পারে। আমার বাবায় কোনো ভুল করলে সবাই ক্ষমা করে দেবেন।

প্রসঙ্গত, ২ মার্চ রাতে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা চালায় রুশ সেনারা। এ হামলায় জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমান আরিফ নিহত হন। পরের দিন সন্ধ্যায় অক্ষত ২৮ নাবিক এবং হাদিসুরের মরদেহ ইউক্রেনের একটি বাংকারে নেওয়া হয়। সেখানে হাদিসুরের মরদেহ রেখে বাকি নাবিকদের নিরাপদে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়। গত ৯ মার্চ দুপুর ১২টার দিকে নাবিকরা দেশে ফেরেন।

সোমবার রাতে হাদিসুরের মরদেহ তার গ্রামের বাড়িতে বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা বরগুনার   গ্রামের বাড়িতে তার মরদেহ নিয়ে পৌঁছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নামাজে জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category