আজ ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ডোনাল্ড আমাকে চিনতে পেরেছেন: শরিফুল

দক্ষিণ আফ্রিকা সফরটা এবার শরিফুল ইসলামের জন্য অন্যরকম ভালোলাগার। এখানেই ২০২০ সালে ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপ জিতেছিলেন। তবে এবার আর ছোটদের হয়ে নয়, খেলতে হবে বড়দের হয়ে, অন্যরকম পরিস্থিতিতে।

তারপরও বিশ্বকাপজয়ের সুখস্মৃতি নাড়া তো দিচ্ছেই। দক্ষিণ আফ্রিকা থেকে পাঠানো এক ভিডিওবার্তায় টাইগার পেসার বলেন, ‘যখনই শুনেছি দক্ষিণ আফ্রিকায় আমাদের সিরিজ আছে, তখনই মনে পড়েছে, ওখানে আমরা বিশ্বকাপ জিতেছি। তখন অনেক ভালো লেগেছিল।’

দক্ষিণ আফ্রিকা সফরে কখনও বাংলাদেশ জাতীয় দল স্বাগতিকদের বিপক্ষে জিততে পারেনি। তবে এই বাংলাদেশ একটু আলাদা, মনে করিয়ে দিলেন শরিফুল।

তিন বলেন, ‘অবশ্যই আমাদের দল নিয়ে আমি অনেক আত্মবিশ্বাসী। আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-সব বিভাগেই সবাই কিছু না কিছু অবদান রাখছে। আমরা যদি দল হিসেবে খেলতে পারি, ভালো কিছু নিয়ে যেতে পারব।’

জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুশীলন করে ভীষণ খুশি শরিফুল। উইকেট থেকে পেসাররা এখানে সুবিধা পান। শরিফুল বলেন, ‘ভালো লাগছে, এখানে পেস বোলারদের বল ক্যারি করে। এটা পেস বোলার হিসেবে ভালো লাগারই কথা। উইকেটে ঘাস ছিল। তাই প্র্যাকটিস করে ভালো লাগছে।’

তবে বাড়তি একটা চ্যালেঞ্জও আছে, সেটাও বেশ অনুভব করছেন তরুণ এই বাঁহাতি পেসার, ‘যদিও দক্ষিণ আফ্রিকায় পেস বোলারদের সাহায্য থাকে। কিন্তু আমরা যদি ডিসিপ্লিনড না থাকি, তবে তো এক্সট্রা রানও বেরিয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব নরমাল প্ল্যানে নিয়ন্ত্রিত বোলিং করার। বাকিটা কী হয়, দেখা যাক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category