আজ ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ভবিষৎ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে : মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র’স কাপ টুর্নামেন্টের ভলিবল পর্বের উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। আজ সোমবার সকালে রাজধানীর উত্তরায় ৪নম্বর সেক্টর মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ গড়ে তুলতে হবে। আর সোনার মানুষ গড়তে ভবিষৎ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।

এ সময় তিনি বলেন, এ শহর আমাদের সবার। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে। তাই মাঠগুলোতে মেয়েদের খেলাধুলার ব্যবস্থা করা হবে।

তিনি রাজউক এবং ডেভেলপার কম্পানিকে উদ্দেশ্য করে বলেন, নকশায় যে পার্ক ও খেলার মাঠ থাকে তা যেন প্লট হিসেবে বরাদ্দ না দেওয়া হয়।

তিনি আরো বলেন, আমরা ২৪টি মাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছি যেগুলো আগে অবৈধ দখলে ছিল। সেগুলোর মধ্যে ৪টি মাঠ ইতিমধ্যে উন্মুক্ত করা হয়েছে। বাকি মাঠগুলোতে আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। আগামী রোজার পরে আরো ১৮টি মাঠ সর্বসাধারনের জন্য উন্মুক্ত করা হবে। ভবিষ্যতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাজেটে ক্রীড়ার জন্য বরাদ্দ বাড়িয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির কাউন্সিলরগণসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category