আজ ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

তৃতীয় ওয়ানডে খেলবেন সাকিব

দেশে পরিবারের একাধিক সদস্যের স্বাস্থ্যগত সমস্যার খবর জানার পরও স্বাগতিক দক্ষিন আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের গুরুত্বপুর্ন তৃতীয় ও শেষ ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন দেশ সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। আগামী বুধবার অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সাকিবের মা, ছেলে, মেয়ে এবং শাশুড়ি নানা রকম শারিরিক অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। তবে এই মুহুর্তে তাদের অবস্থা খুব একটা সংকটাপন্ন নয়। ৬২ বলে ৭৭ রানের নায়কোচিত পারফর্মেন্সে দক্ষিন আফ্রিকার মাটিতে স্বাগতিক দলের বিপক্ষে বাংলাদেশকে প্রথম জয় এনে দেয়া সাকিব তাই শেষ পর্যন্ত দলের সঙ্গে থেকে যাবার সিদ্ধান্ত নিয়েছেন।

সাকিবের অল রাউন্ড নৈপুন্য ভর করে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে ৩৮ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে গেলেও কাগিসো রাবাদার বিধ্বংসী বোলিং দ্বিতীয় ম্যাচে জয় এনে দিয়েছে প্রোটিয়াদের। ফলে বর্তমানে ১-১ ম্যাচে সমতায় রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। যে কারণে তৃতীয় ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ নির্ধারনী ম্যাচে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,‘ আমি বর্তমান পরিস্থিতি সম্পর্কে সাকিবকে অবহিত করেছি। ইতোমধ্যে আপনারা জানেন যে সাকিবের পরিবারের একাধিক সদস্য অসুস্থ হয়ে পড়েছে। তার মা, শাশুড়ি ও দুই সন্তান বিভন্ন রকম স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন।

সাকিব বর্তমানে বেশ খারাপ সময় পার করছেন। তবে যেহেতু ২৩ মার্চ সিরিজের তৃতীয় ম্যাচটি রয়ে গেছে, তাই পরিস্থিতি উদ্বেগজনক না হলে তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ’

ইউনুস বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার সাকিবের উপর ছেড়ে দিয়েছে বিসিবি। তিনি বলেন, যে কোন পরিস্থিতিতে সাকিবের পাশে থাকবে বিসিবি। এটি একটি পারিবারিক সংকট। তাই সাকিব তার ইচ্ছামত সিদ্ধান্ত গ্রহন করতে পারবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category