আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চলচ্চিত্রে আনতাম বোনকে, যদি এখানকার পরিবেশ ভালো থাকতো: পলি

দেশের চলচ্চিত্রে এক সময় দাপিয়ে বেড়িয়েছেন অভিনেত্রী পলি। কিন্তু তিনি এখন চলচ্চিত্র থেকে অনেকদূরে। সম্প্রতি রাজধানীর বিএফডিসিতে  এই অভিনেত্রী নিজের ছোটবোনেকে সঙ্গে নিয়ে এসেছিলেন। সেসময়ই গণমাধ্যমের মুখোমুখি হন এই নায়িকা।

জানালেন ছোটবোন নাবিলাকে বোনকে চলচ্চিত্রে আনতেন, যদি এখানের পরিবেশ ভালো থাকতো। কিন্তু এখন আর সে ইচ্ছে নেই। পলি জানান, নাবিলা গ্রাজুয়েশন শেষ করে এমবিএ করছে। শিগগির নিজের ক্যারিয়ার গুছিয়ে নেবে।চলচ্চিত্রে নাবিলা না আনার বিষয় নিয়ে পলি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নে গড়া এফডিসির সব ফ্লোরে শুটিং করেছি।আমার ছোটবোন, ও ছোটবেলায় আমার সঙ্গে অসংখ্যবার এফডিসিতে এসেছে। ও চলচ্চিত্রে আসতে চায় না। তবে ভালো পরিবেশ থাকলে হয়তো আমিও চলচ্চিত্রেই আনার চেষ্টা করতাম। এখানে ফিউচারটা ব্রাইট দেখিনি। এজন্য ভাবলাম ও লেখাপড়া করুক। আর এক বছর গেলে ওর এমবিএটা কমপ্লিট হয়ে যাবে। তারপর একটা সরকারি চাকরি করবে, ওর লাইফটা তারপরও সুন্দর করে গোছাবে। ’

গণমাধ্যমের সঙ্গে নাবিলাও কথা বললেন, ‘এই এফডিসিতে আপুর সঙ্গে অনেকবার এসেছি। আমিও আপুর সঙ্গে প্রত্যেকটা ফ্লোরে ঘুরে বেড়িয়েছি, শুটিং দেখিয়েছি। সবখানেই স্মৃতি রয়েছে। আজ ঝর্ণা স্পট দেখে অনেক কথা মনে পড়লো। আপুর সঙ্গে এসে ওখানে অনেক শুটিং দেখেছি।

চলচ্চিত্রে আসার ইচ্ছে নেই জানিয়ে নাবিলা বলেন, ‘আমার আসলে ইচ্ছে নেই। আর আমি হয়তো পারবোও না চলচ্চিত্রে ভালো কিছু করতে। আমি পড়াশোনা নিয়েই এখন ব্যস্ত। চলচ্চিত্রে আমার ক্যারিয়ার নিয়ে ভাবিনা। ’

পলি নব্বই দশকের শেষভাগ ও শূন্য দশকের গোড়ার দিকের আলোচিত অভিনেত্রী।   পলি তার সময়কালের কাজ উল্লেখ করে বলেন, ‘তখন চলচ্চিত্রের দূর্দিন নয় সুদিন ছিল বলে দাবি করে পলি বলেন, আমি এক মাসে ৩৬ সিনেমায় সাইন করেছিলাম। আমি যখন কাজ করতাম তখন তো বছরে ১১০-১১২টা ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেত। আর এখন দেখেন অর্ধশত ছবিও পায়না। ’

চলচ্চিত্রের পিছিয়ে পড়ছে কেন এমন প্রশ্নের উত্তরে পলি জানান, ‘এখন আমাদের চলচ্চিত্রের শিল্পীরা ভাগাভাগি হয়ে গেছেন। কারও মধ্যে একতা নেই। নায়ক-নায়িকারা সবার সাথে কাজ করতে পারেনা। এখন নায়িকাদের নায়করা বন্দি করে রাখছে। ফলে এখন তো ফ্লেক্সিবল হয়ে কেউ কাজ করতে পারছেনা। এসব বন্ধ হলে আবার ছবি নির্মাণের সংখ্যা বাড়বে। ছবির সংখ্যা বাড়লে ভালো ছবির সংখ্যাও বাড়বে। দর্শকও বাড়বে। ’

পলি এখন ব্যস্ত আছেন ব্যবসা নিয়ে। চলচ্চিত্রে এখন ব্যবসা নেই। খাতটি লাভজনক হলে চলচ্চিত্র প্রযোজনা করবেন বলেও জানালেন ফায়ার ছবির এ অভিনেত্রী।

এছাড়াও এখন সিনেমার প্রস্তাব এলে কি অভিনয় করবেন? জানতে চাইলে পলি বলেন, ব্যবসায় এখন অনেক বেশি সময় দিতে হয়। এর মধ্যেও যদি ভালো ছবি ও গল্পের প্রস্তাব আসে তাহলে অভিনয় করা হতে পারে। তবে নিয়মিত আর হতে পারবো না। তবে পলি আড়ালে থাকলেও এখন চলচ্চিত্রের মানুষের সঙ্গে নিয়মিতই যোগাযোগ হয় বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category