আজ ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রাশিয়ার ৪৩ কূটনীতিককে বহিষ্কার করল ইউরোপের চার দেশ

ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যে ৪৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে ইউরোপের চার দেশ হল্যান্ড, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র ও আয়ারল্যন্ড। মঙ্গলবার বিকেলে এসব দেশ একযোগে রাশিয়ার বিরুদ্ধে গৃহিত এক পদক্ষেপের ঘোষণা দেয়।

গত সপ্তাহে ইউক্রেনের প্রতিবেশী দেশ পোলান্ড একই রকম পদক্ষেপ নিয়েছিল। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইল্মস বলেছেন, “আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থেই এসব রুশ কূটনীতিককে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।” তিনি মঙ্গলবার বেলজিয়ামের সংসদে বলেছেন, তার দেশে নিযুক্ত ২১ জন রুশ কূটনীতিককে আগামী দুই সপ্তাহের মধ্যে বেলজিয়াম ত্যাগ করতে হবে। এছাড়া, হল্যান্ড ১৭ জন, আয়ারল্যান্ড চারজন এবং চেক প্রজাতন্ত্র একজন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর থেকে পশ্চিমা দেশগুলো একজোট হয়ে মস্কোর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। / পার্সটুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category