জাতীয় পার্টির সাবেক এমপি পারভিন সুলতানা জলি রহমান আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন)। কিডনিসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। ২৭ মার্চ ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
সোমবার দেওয়ানগঞ্জ পৌর এলাকার তালুকাদার বাড়ির পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
মৃত্যুকালে তিনি এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বাড়ি ছিল টাঙ্গাইলের মধুপুরে। তার স্বামী ছিলেন ইপিআইয়ের সফল পরিচালক ডা. একেএম লুৎফর রহমান তালুকদার।
১৯৮৬ সালে জাতীয় পার্টির সময় তিনি জামালপুর ও শেরপুর জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ-সদস্য ছিলেন। জাতীয় পার্টির সময় দুর্গত এলাকায় ত্রাণ বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করেন।
Leave a Reply