ইসরায়েলের রাজধানী তেল আবিবের পূর্বে বেনি ব্র্যাকে মঙ্গলবার বন্দুকধারীর হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়।
ইসরায়েলি সম্প্রচার মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বেনি ব্র্যাকের পথে কালো পোশাকধারী এক ব্যক্তি অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই শহরটি পূর্ব ইসরায়েলের একটি বাণিজ্যিক রাজধানী। পরে ঐ বন্দুকধারী স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গাড়ির জানালা দিয়ে এলোপাথাড়ি গুলি চালালে এই প্রাণহানির ঘটনা ঘটে।
দেশটির প্যারামেডিকসরা জানান, গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এক সপ্তাহের ব্যবধানে এটি তৃতীয় হামলার ঘটনা।
তবে এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। / দ্য গার্ডিয়ান
Leave a Reply