আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

দেম্বেলেকে নিয়ে কথাটা বারবার বলতে সমস্যা নেই জাভির

জাভির অধীনে পুরোপুরি বদলে গেছেন ওসমান দেম্বেলে। চড়া দামে তাকে দলে ভিড়িয়ে অসন্তুষ্টই ছিল বার্সেলোনা। ইনজুরি, হাসপাতালেই সময় কাটতো বেশি তার। তবে জাভি বার্সার কোচ হওয়ার পর একদমই বদলে যেতে থাকে দৃশ্যপট। গোল ও অ্যাসিস্ট করে নিজেকে প্রমাণ করছেন দেম্বেলে।

যদিও সব সমস্যার সমাধান এখনও হয়নি। ক্লাবের কাছে চুক্তি নবায়নে মোটা অঙ্কের বেতন দাবি করেছেন তিনি, বার্সার পক্ষে যেটা সম্ভব না। তাই তার সঙ্গে নতুন চুক্তিও হয়নি। এদিকে চলতি মৌসুম শেষেই ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ দেম্বেলের। এরপর তিনি নতুন ক্লাবে যেতে পারবেন ‘ফ্রি অ্যাজেন্ট’ হিসেবে।

বার্সেলোনা নিশ্চয়ই এমন কিছু চাইছে না। অন্তত দলটির কোচ জাভি বলছেন, যত দ্রুত সম্ভব দেম্বেলের সঙ্গে চুক্তি নবায়ন করতে চান তিনি। নিজের কৌশলে দেম্বেলে কতটা গুরুত্বপূর্ণ, জাভির তো সেটা ভালোই জানা। তাই আরও একবার শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন বার্সেলোনা কোচ।

ইউরোপা লিগে ফ্রাঙ্কফোর্ট ম্যাচের আগে তিনি বলেছেন, ‘আমি আশা করি সে আমাদের সঙ্গে থাকবে। ইতোমধ্যেই এটা বলেছি আর এটা আবার বলতেও কোনো সমস্যা নেই। সে তার পজিশনে সেরা হতে পারে পুরো বিশ্বে। ক্লাব বর্তমান ও ভবিষ্যৎ দুটা নিয়েই কাজ করছে।’

জাভি আরও বলেন, ‘দেম্বেলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় আর আশা করি সে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেবে। আমি তার সঙ্গে চুক্তিটা দ্রুতই করে ফেলতে চাই। নিজের দায়িত্বে থাকার সময়টুকুর কথা বলতে পারি- সে যেভাবে অনুশীলন করে, তার আচরণ, দলের প্রতি দায়বদ্ধতা ও সম্পৃকতা অনুকরণীয়।’

‘আমি জানি না সে আগে কেমন ছিল কিন্তু তাকে আমি অনুপ্রাণিত, খুশি ও জিততে চাওয়ার মতো চরিত্র হিসেবেই দেখেছি। এটা অবাক হওয়ার মতো কিছু না যে সে ছুটির দিনেও অনুশীলন করে। সে দারুণ পেশাদার।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category