জাতীয় দলের এক সময়ের দুই তারকা এনামুল হক বিজয় ও নাঈম ইসলাম। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ খেলে আলোচনায় এসেছেন তারা। ব্যাট হাতে বিজয় ও নাঈম দুজনই ডিপিএলে অবিশ্বাস্য ফর্মে আছেন। মাশরাফী মনে করেন, ফর্মের তুঙ্গে থাকা এই খেলোয়াড়কে কাজে লাগাতে পারলে বাংলাদেশের ক্রিকেট লাভবান হবে। এটি করা গেলে ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার প্রেরণা পাবেন অন্যরাও।
ওয়ানডে হোক বা টেষ্টে এই দুই খেলোয়াড়কে আবারও জাতীয় দলে দেখতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
২০০৮ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল নাঈম ইসলামের। আর ২০১২ সালে ওয়ানডেতে অভিষেক হয় এনামুল হক বিজয়ের। এরপর ফর্মের ওঠানামার কারণে দুজনই জাতীয় দল থেকে ছিটকে যান। বিজয় ২০১৯ সালে জাতীয় দলে শেষবারের মতো খেললেও নাঈম ইসলাম শেষবার জাতীয় দলে খেলেছিলেন ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে চলমান ডিপিএলে দারুণ ফর্মের জন্য তাদের দুজনকেই জাতীয় দলে ফেরানোর পক্ষে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
সে ক্ষেত্রে বয়স কোনো বাধা হওয়া উচিত নয় বলে মনে করেন ম্যাশ। মাশরাফী বলেন, ‘এটা তো ঘরোয়া ক্রিকেটের শীর্ষ টুর্নামেন্ট। এখানকার পারফরম্যান্স আমলে না নেওয়ার সুযোগ নেই। যারা পারফর্ম করছে, ওদের মূল্যায়ন করা না হলে অন্যরাও প্রেরণা পাবে না। আমি নিশ্চিত, নির্বাচক-কোচরা ভাবছেন।’
কাকে কোন ফরম্যাটে ফেরালে ভালো হবে, তা-ও স্পষ্ট করে দিলেন মাশরাফী। তিনি বলেন, ‘বয়স কোনো বিষয় নয়। বয়সের কারণে নাঈম হয়তো একটু ব্যাকফুটে আছে। কিন্তু টেস্টে কেন নয়? ওর অভিজ্ঞতাও আছে। তাদের সুযোগ নেই এমন নয়। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সুযোগ না থাকলেও টেস্টে ওর ভালো সম্ভাবনা আছে। বিজয়কে যেকোনো ফরম্যাটেই দেখা যেতে পারে, যেভাবে রান করছে। আমি তো মনে করি, ওরা রাডারে আছে। ওদের কাজ পারফর্ম করা, করছে। আল্লাহ সহায় হলে অবশ্যই দলে আসবে।’
মাশরাফি মনে করেন, তাদের চোখধাঁধানো পারফরম্যান্স নির্বাচক প্যানেলকে ইতিবাচক চিন্তায় ফেলবে। সামনের সিরিজগুলোতে দীর্ঘদিন পর নাঈম ও বিজয়কে দেখা গেলে অবাক হওয়ার মতো কিছু হবে না বলেও মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
Leave a Reply