অনাস্থা ভোটের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। স্থানীয় সময় শুক্রবার রাতে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, বিদেশী শক্তির কাছে দেশের রাজনীতিবিদরা বিক্রি হয়ে গেছেন।
ভাষণে তিনি বলেছেন, আমি একদিন আগে জারি করা সুপ্রিম কোর্টের রায় মেনে নিচ্ছি। তবে আমদানি করা কোনো সরকার মেনে নেবেন না।তিনি জনগণের কাছে যাবেন।
শনিবারের বিরোধীদের ডাকা অনাস্থা ভোটে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন ইমরান খান।
এর আগে, পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির প্রেসিডেন্ট কর্তৃক ভেঙ্গে দেওয়া জাতীয় পরিষদ পুনরুজ্জীবিত করে আজ ৯ এপ্রিল অধিবেশনে অনাস্থা ভোটের নিষ্পত্তির আদেশ দেওয়ায় প্রধানমন্ত্রী ইমরান খানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক অবস্থা টালমাটাল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ সর্বসম্মত রায়ে প্রেসিডেন্ট কর্তৃক ভেঙে দেওয়া জাতীয় সংসদকে পুনরুজ্জীবিত করেছে।
রায়ে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত সংসদ অধিবেশন চালিয়ে যেতে হবে এবং কোনো সদস্যকে সংসদের অধিবেশনে যোগদানে বাধা দেওয়া যাবে না।
এর আগে গত ৩ এপ্রিল, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাবকে ‘বিদেশি ষড়যন্ত্র’ আখ্যায়িত করে জাতীয় সংসদের অধিবেশন স্থগিত করে দেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।
এরপর প্রধানমন্ত্রীর অনুরোধে দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি জাতীয় সংসদ ভেঙে দেন।
Leave a Reply