এ বছর সৌদি আরবসহ সারা পৃথিবী থেকে মোট ১০ লাখ মানুষ হজ করতে পারবে। শর্ত থাকবে সম্পূর্ণ ডোজ টিকা নেওয়া ও ৬৫ বছরের কম বয়সী হতে হবে। আজ শনিবার (৯ এপ্রিল) সৌদি কর্তৃপক্ষ এই তথ্য জানায়।
গত বছর করোনাভাইরাসের সংক্রমণ বেশি থাকায় শুধু সৌদিতে থাকা কয়েক হাজার মানুষ হজ করতে পেরেছিলেন।
সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএপি জানায়, সম্পূর্ণ ডোজ টিকা নেওয়া ৬৫ বছরের কম বয়সী ব্যক্তিরা হজ করার সুযোগ পাবেন। হজ করতে আসা বিদেশিদের পিসিআর টেস্টের মাধ্যমে করোনার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। পাশাপাশি অতিরিক্ত স্বাস্থ্যসতর্কতা থাকতে হবে।
হজ হলো ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। এবার চলতি বছরের জুলাই মাসে হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
করোনাভাইরাস সংক্রমণের আগে প্রতিবছর প্রায় ২৫ লাখ মানুষ সৌদিতে হজ পালনের জন্য যেতেন।
Leave a Reply