আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মুনাফা বাড়লেও লভ্যাংশ কম দিলো লঙ্কা বাংলা ফাইন্যান্স

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড। ২০২১ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসইর তথ্য মতে, ২০২১ সালে লঙ্কা বাংলার সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৩৮ পয়সা। সেখান থেকে ৫৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ৬২৩ শেয়ারহোল্ডারদের শেয়ার প্রতি ১ টাকা করে দেবে কোম্পানিটি। বাকি টাকা কোম্পানির অন্যান্য খাতে ব্যয় করবে।

এর আগের বছর ২০২০ সালে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছিল ১ টাকা ৮১ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল লঙ্কা বাংলা। অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা ২০ পয়সা করে লভ্যাংশ দিয়েছিল। সে হিসাবে ২০২০ সালের তুলনায় কোম্পানিটির মুনাফা বাড়লেও ২০ পয়সা করে লভ্যাংশ কম দিলো লঙ্কা বাংলা।  প্রতিষ্ঠানটি ২০১৯ সালে ১২ শতাংশ নগদ ও বোনাস লভ্যাংশ দিয়েছিল।

পরিচালনা পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে ৩১ মে। ওইদিন ডিজিটাল প্ল্যাটফর্মে বেলা ১১টায় কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ মে ।

৩১ ডিসেম্বর ২০২১ সময়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৮২ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১৮ টাকা ৬৪ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category