মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি গঠনমূলক আলোচনা করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
একইসঙ্গে ইউক্রেনে সামরিক অভিযানের জন্য রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে ভারতের কাছে আরও সাহায্য চেয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার বাইডেন মোদির মধ্যে এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়্। এদিন সংবাদ ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেন বাইডেন প্রশাসন স্পষ্ট করেছেন যে, তারা রাশিয়া থেকে ভারতের তেল আমদানিতে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে চায় না।এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ভারত সফর করছেন। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে যৌথ সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন ইউক্রেনে বেসামরিক লোকদের হত্যার নিন্দা জানানোর ভারতের প্রতি আহবান জানান।
Leave a Reply