আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

অস্ত্রোপচার করাতে সিঙ্গাপুর যাচ্ছেন শরিফুল

একদিন আগেই জানা গিয়েছিল, চোটের কারণে আসন্ন শ্রীলঙ্কা সিরিজ খেলতে পারবেন না দুই পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। শরিফুলের চোট অনেকটাই সেরে ওঠার পথে। তবুও কেন খেলতে পারবেন না?

এবার জানা গেলো সে উত্তর। গোড়ালির চোট সেরে উঠলেও তিনি ভুগছেন অন্য একটি শারীরিক সমস্যায়। সেটার চিকিৎসা করাতেই সিঙ্গাপুর যেতে হবে শরিফুলকে।

চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ না খেলেই তাসকিনের সঙ্গে দেশে ফিরে আসেন শরিফুল। তার গোড়ালির চোট নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, আপাতত গোড়ালির লিগামেন্টে অস্ত্রোপচার লাগবে না। ভিন্ন যে শারীরিক সমস্যা ভুগছেন, সেটা হলো উইরিনাল সমস্যা। ডাক্তার দেবাশীষ চৌধুরীই জানিয়েছেন, শরিফুলের ইউরিনালে অস্ত্রোপচার করতে হবে এবং সে জন্য যেতে হবে সিঙ্গাপুর।

মিরপুরে সংবাদমাধ্যমের সামনে শরিফুল বলেন, ‘২৫-২৬ (এপ্রিল) এর মধ্যে আমরা সিঙ্গাপুর যাব। তারপর সার্জারি হবে। আশাকরি দ্রুত সুস্থ হয়ে উঠবো।’

অস্ত্রোপচারের পর বোঝা যাবে, শরিফুলের মাঠে ফিরতে কত সময় লাগতে পারে। শরিফুল বলেন, ‘চেষ্টা থাকবে সুস্থ দ্রুত মাঠে ফেরার।’

শ্রীলংকার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ খেলতে আগামী ৮ মে ঢাকায় আসবে শ্রীলংকা জাতীয় ক্রিকেট দল। দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম ম্যাচ শুরু হবে ১৫ মে চট্টগ্রামে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৩ মে ঢাকায়।

সিরিজে পাওয়া যাবে কিনা জানতে চাইলে শরিফুল বললেন, ‘দেখা যাক এখন অপারেশনের পর দেখা যাবে কত সময় লাগে। চেষ্টা থাকবে তাড়াতাড়ি সুস্থ হওয়ার।’

এদিকে ইনজুরি থেকে সেরে উঠতে তাসকিনকে ইংল্যান্ড পাঠানো হবে বলে জানা গেছে। এরই মধ্যে ইংল্যান্ডের ভিসার জন্য তার পাসপোর্ট জমা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category