আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

দুপুরে ম্যাচ নিয়ে বসুন্ধরা কিংসের অসন্তোষ

চীনের দুঃখ হোয়াংহো নদী, আর বসুন্ধরা কিংসের দুঃখ এএফসি কাপ। বসুন্ধরা কিংস তাদের প্রথম এএফসি কাপের আসর শুরু করেছিল দুর্দান্ত জয়ে। সেই বছর করোনা মহামারিতে পুরো টুর্নামেন্ট বাতিল হয়ে যায়। পরের আসরে দুর্দান্ত খেলেও শেষ পর্যন্ত রেফারির বাজে সিদ্ধান্তে আর পরের রাউন্ডে যাওয়া হয়নি। 

আগামী মাসে এএফসি কাপের চূড়ান্ত পর্ব। আজ (বৃহস্পতিবার) টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। সেই সূচিতে দুপুর দেড়টায় ম্যাচ রয়েছে কিংসের। তীব্র গরমে দুপুরে ম্যাচ সূচি থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন কিংসের কোচ অস্কার ব্রুজন। এপ্রিল-মে মাসে দক্ষিণ এশিয়া অঞ্চলে তীব্র গরম থাকে। এই সময় দুপুরে ম্যাচ আয়োজনের কোনো যৌক্তিকতা দেখেন না বসুন্ধরা কিংসের কোচ।

বসুন্ধরা কিংসের ফুটবলার ও ম্যানেজমেন্টও সূচি দেখে বিস্মিত হয়েছে। কলকাতার বিশ্ব যুব ভারতীতে ফ্লাডলাইট রয়েছে। একটি ম্যাচ বিকেলে ও আরেকটি ম্যাচ রাতে আয়োজন করার সুযোগ রয়েছে অনায়াসেই। সেটা না করে তীব্র গরমে খেলার কোনো যৌক্তিকতা দেখেন না তারা।

বসুন্ধরা কিংস ১৮ মে স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় মালদ্বীপের মাজিয়ার বিপক্ষে খেলবে। পরের ম্যাচ কিংসের মোহনবাগানের সঙ্গে ২১ মে দুপুর দেড়টায়। কার্যত ৭২ ঘণ্টার কম সময়ের মধ্যে খেলতে হবে অস্কারের দলকে। পরের ম্যাচ ২৪ মে গোকুলামের সঙ্গে দুপুর দেড়টায়।

বসুন্ধরা কিংস সূচি নিয়ে অসন্তোষ থাকলেও অংশগ্রহণকারী চার দলের তিন ম্যাচের মধ্যে দুইটি ম্যাচ দুপুর দেড়টায় ও আরেকটি ম্যাচ বিকেল সাড়ে পাঁচটায় রয়েছে। এএফসি চার দলেরই সমান রেখেছে এই দিক থেকে। এএফসি কাপের ডি গ্রুপে অংশ নেওয়া চারটি দল হলো ভারতের গোকুলাম কেরালা এফসি, মোহনবাগান, মালদ্বীপের মাজিয়া এবং বাংলাদেশের বসুন্ধরা কিংস। গ্রুপে প্রতি দল তিনটি করে ম্যাচ খেলবে। রাউন্ড রবিন লিগ শেষে সর্বোচ্চ পয়েন্ট ধারী দল পরের রাউন্ডে খেলবে।

এএফসি কাপে বসুন্ধরা কিংসের ম্যাচের সময়সূচি

১৮ মে বসুন্ধরা কিংস বনাম মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন, সন্ধ্যা ছয়টা
২১ মে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংস, দুপুর দুইটা
২৪ গোকুলাম কেরালা বনাম বসুন্ধরা কিংস,দুপুর দুইটা

(ম্যাচের সময় বাংলাদেশ সময় অনুযায়ী)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category