কালবৈশাখীর কবলে পড়ে ভোলার হাকিমুদ্দিন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি টিপু-১২ ও চাঁদপুর থেকে ঢাকাগামী এমভি মিতালী-৪ লঞ্চের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে এমভি টিপু লঞ্চের ডান পাশের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে গজারিয়ায় মেঘনা নদীর মোহনায় আকস্মিক কালবৈশাখীর কবলে পড়ে এ সংঘর্ষ হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে এমভি টিপু-১২ লঞ্চটি নিরাপদে ঢাকার সদরঘাটে পৌঁছায় বলে নিশ্চিত করেন লঞ্চটির সুপারভাইজার মো. মেহেদী হাসান।বিআইডাব্লিউটিএর ভোলা নৌবন্দরের উপপরিচালক মো. শহিদুল ইসলাম জানান, দুই লঞ্চের সংঘর্ষের খবর পেয়ে তিনি বিষয়টি ঢাকা অফিসকে জানিয়েছেন। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি। টিপু-১২ লঞ্চটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
Leave a Reply