মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, সিনেমায় অভিনয় লাগে, গান লাগে, প্রাণ লাগে। গান, নাচ না থাকলে সিনেমায় প্রাণ থাকে না। শত্রুঘ্ন সিনহা বলব, বলিউডকে বলুন, এখানে এসে ফান্ডিং করতে। বারুইপুরে টেলি অ্যাকাডেমি করেছি। জঙ্গল পাহাড় আছে। কাজে লাগাতে হবে।বাংলা চলচ্চিত্র শতবার্ষিকী ভবনে এই চলচ্চিত্র উৎসব মিটলে সিনেমা দেখানো হবে। নন্দনের মতো ওটাও সিনেমা দেখার জায়গা হবে। কাজ ভালো করে করো। সব মিলিয়ে ৪০ টি দেশের ১৬৩ ছবি দেখানো হবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। তার মধ্যে ১০৪ টি ফিচার ফিল্ম, ৫৯ টি শর্ট এবং ডকুমেন্টারি ফিল্ম। ৭১ টি দেশের মোট ১৬৯৮ টি ছবি জমা পড়েছিল এই চলচ্চিত্র উৎসবে। তারপর সেখান থেকে বাছাই করা ১৬৩ টি ছবি প্রদর্শিত হবে।
নন্দন ১,২,৩, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ ১,২ এবং কলকাতা ইনফরমেশন সেন্টার কনফারেন্স হল এই দশটি জায়গায় বিভিন্ন ছবি দেখানো হবে।
এই চলচ্চিত্র উৎসবে শতবর্ষ সম্মান জানানো হবে সত্যজিৎ রায়, চিদানন্দ দাসগুপ্ত, মিক্লস জাঞ্চসকে। এছাড়াও স্মরণ করা হবে বুদ্ধদেব দাশগুপ্ত, দিলীপ কুমার, জীন পাল বেল্মন্দ, জীন কেলাউদে কেরিয়ার, স্বাতিলেখা সেনগুপ্তা, সুমিত্রা ভাভে, লতা মঙ্গেশকর , সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পী লাহিরি, আভিশেক চট্টোপাধ্যায়কে।
এর সঙ্গে থাকছে সিনে আড্ডা, সেমিনার, সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার ও প্রদর্শনীর ব্যবস্থা। এ বছরের ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড। সেখানকার ছয়টি ছবি প্রদর্শিত হবে।
চলচ্চিত্র উৎসব চলবে আগামী ১ মে ২০২২ পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৭তম আন্তর্জাতিক কলকাতা ফেষ্টিভালের চেয়ারম্যান রাজ চক্রবর্তী, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, পরিচালক গৌতম ঘোষ, সন্দীপ রায়, অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, নুসরাত জাহান, শতাব্দী রায়, দেবসহ অন্যান্য অভিনেতারা।
Leave a Reply