আজ ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ফাইল ছবি
ফাইল ছবি

সবচেয়ে দামি ভারতের ৫ ক্রিকেটার – আইপিএলে

আগামী ১২-১৩ ফেব্রুয়ারি ভারতের বেঙ্গালুরুতে বসবে আইপিএল এর মেগা নিলাম। এই নিলামেই একাধিক ক্রিকেটারকে রেকর্ড অর্থে কিনে নেওয়া হবে। কেউ কেউ আবার থেকে যাবেন অবিক্রিত। তার আগেই ছবিতে দেখে নেওয়া যাক আইপিএল নিলামের ইতিহাসে ১০ দামি ভারতীয় ক্রিকেটারদের তথ্য।

১। যুবরাজ সিং (১৬ কোটি, দিল্লি ডেয়ারডেভিলস, আইপিএল ২০১৫ নিলাম)

২০১৫ সালের নিলাম মঞ্চে দিল্লি ডেয়ারডেভিলস যুবরাজ সিংকে ১৬ কোটি টাকায় কিনে নেয়। এর আগে ভারতীয় ক্রিকেটার হিসেবে সব থেকে বেশি অর্থে বিক্রি হওয়া ক্রিকেটার কিন্তু ছিলেন যুবরাজই। তাকে ২০১৪ সালে আরসিবি রেকর্ড অর্থে কিনেছিল। কিন্তু পরের বছর আরও চমক নিয়ে নিলাম থেকে যুবরাজকে তুলে নেয় দিল্লি ডেয়ারডেভিলস।

যুবরাজ সিং (১৪ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আইপিএল ২০১৪ নিলাম)

 

২০১৪ সালের নিলামে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে পাল্লা দিয়ে শেষ পর্যন্ত যুবরাজ দলে নিয়ে নেয় আরসিবিব। তার দাম উঠেছিল ১৪ কোটি টাকা। সেই মৌসুমে রেকর্ড অর্থে আরসিবিতে যোগ দেওয়ার মান রেখেছিলেন যুবরাজ। ব্যাঙ্গালোরের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

২। দীনেশ কার্তিক (১২.৫ কোটি, দিল্লি ডেয়ারডেভিলস, আইপিএল ২০১৪ নিলাম)

২০১৩ সালে মুম্বাইয়ের হয়ে ভাল পারফরম্যান্স করার পরেও ‘রাইট টু ম্যাচ কার্ড’ ব্যবহার করে দীনেশ কার্তিককে ধরে রাখেনি মুম্বই। দিল্লি ২০১৪ সালের নিলামে ১২.৫ কোটি টাকা দিয়ে তাকে দলে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। এই দিল্লি থেকেই আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন কার্তিক।

৩। জয়দেব উনাদকট (১১.৫ কোটি, রাজস্থান রয়্যালস, আইপিএল ২০১৮ নিলাম)

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স এবং ২০১৭ সালে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে ভাল পারফর্ম করার সুবাদে ২০১৮ সালের নিলামে রেকর্ড অর্থে রাজস্থান রয়্যালস কিনে নেয় জয়দেব উনাদকটকে। সেই নিলাম মঞ্চে নিজের বেস প্রাইসের সাতগুন বেশি পেয়েছিলেন জয়দেব। যদিও মাঠে নেমে তেমন প্রভাব ফেলতে পারেননি এই বাঁহাতি জোরে বোলার।

৪। গৌতম গম্ভীর (১১.০৪ কোটি, কলকাতা নাইট রাইডার্স, আইপিএল ২০১১ নিলাম)

২০১১ সালে আইপিএল নিলামে সব থেকে বেশি দামে গৌতম গম্ভীরকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বেস প্রাইসের থেকে ১২ গুন বেশি দাম দিয়ে গৌতিকে কিনেছিল কেকেআর। তার অধীনেই দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল নাইটরা। ২০১২ সালের পর ২০১৪ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল নাইটবাহিনী।

৫। কেএল রাহুল (১১ কোটি, কিংস ইলেভেন পাঞ্জাব, আইপিএল ২০১৮ নিলাম)

২০১৮ সালের নিলামে কেএল রাহুলকে দলে নেওয়ার জন্য জোড় লড়াই হয়েছিল। আসরে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ এবং কিংস ইলেভেন পাঞ্জাব। এই চার দলের মধ্যে রাহুলকে নেওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। শেষ পর্যন্ত ১১ কোটি টাকায় তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব রাহুলকে কিনে নেয়। সেই মৌসুমে পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category